হায়দরাবাদ, 21 মে : লকডাউন একটু শিথিল হতেই তেলাঙ্গানায় একাধিক দোকানপাট খুলেছে । খুলেছে স্যালোঁও। নালগোন্ডার এরকমই একটি স্যালোঁতে PPE পরে থাকতে দেখা গেল কর্মীদের ।
স্যালোঁর মালিক বলেন, "সারা দেশে লকডাউনের কারণে আমরা প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি । এখন সরকার লকডাউনের নিয়ম শিথিল করার ফলে আমরা ফের কাজ শুরু করতে পেরেছি । তবে, আমি সমস্ত কর্মচারীর জন্য 750 টাকা করে PPE কিট কিনেছি । এর ফলে তাঁরা সংক্রমণের কোনও ঝুঁকি ছাড়াই নিজেদের কাজ করতে পারবেন।"