পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে মহিলার বাড়ি থেকে উদ্ধার শিশু, উঠছে শিশুশ্রমের অভিযোগ - হায়দরাবাদ

পাঁচ বছরের ওই শিশুকে দিয়ে বাড়ির কাজ করাতেন বলে শারীরিক প্রতিবন্ধী মহিলার বিরুদ্ধে অভিযোগ । পুলিশ শিশুটিকে উদ্ধার করে করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দিয়েছে ।

হায়দরাবাদে উদ্ধার পাঁচ বছরের শিশু

By

Published : Jun 13, 2020, 2:11 PM IST

হায়দরাবাদ, 13 জুন : শারীরিক প্রতিবন্ধী মহিলার বিরুদ্ধে পাঁচ বছরের শিশুকে দিয়ে শিশুশ্রমের অভিযোগ উঠল । তেলাঙ্গানার চাদেরঘাট থানার ওয়াজের নগরের ঘটনা । শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকার বাসিন্দা সীমা নামে এক শারীরিক প্রতিবন্ধী মহিলা পাঁচ বছর শিশুকে দিয়ে শিশুশ্রম করাচ্ছেন বলে অভিযোগ ওঠে । চাদেরঘাট থানার পুলিশ আধিকারিক পলিশেট্টি সতীশ জানান, “গতকাল বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা একটি অভিযোগ পাই । বলা হয়, সীমা নামে এক প্রতিবন্ধী মহিলা শিশুশ্রম করাচ্ছেন । তাঁঁর বাড়িতে পাঁচ বছরের একটি শিশুকন্যাকে দিয়ে ঘরের কাজা করানো হচ্ছে । পাশাপাশি শিশুর ওপর শারীরিক অত্যাচার চলছে ।”

খবর পেয়ে পুলিশ দ্রুত ওই মহিলার বাড়িতে অভিযান চালায় । সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুটির শরীরে পোড়া ও সেলাইয়ের দাগ রয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details