পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বার-ক্লাব-পার্ক খোলার অনুমতি তেলাঙ্গানা সরকারের - Telangana COVID-19

বার, ক্লাব, পার্কগুলিকে খোলার অনুমতি দিল তেলাঙ্গানা সরকার । তবে মানতে হবে কোরোনা-বিধি ।

Qq
Aw

By

Published : Sep 26, 2020, 1:22 PM IST

হায়দরাবাদ, 26 সেপ্টেম্বর: বার, ক্লাব, পার্কগুলিকে পুনরায় খোলার অনুমতি দিল তেলাঙ্গানা সরকার । কোরোনা সংক্রমণে রাশে টানতে এতদিন এগুলি বন্ধ ছিল । সরকারের তরফে গতকাল নির্দিষ্ট নিয়ম বিধি (GO) মেনে বার, ক্লাব এবং টুরিজ়ম বারগুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে । তবে A4 শপগুলি এখনই খুলছে না । পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এগুলি বন্ধই থাকবে ।

বার, ক্লাব, টুরিজ়ম বারগুলিকে COVID-19 বিধি মেনে চলতে হবে । মিউজিক্যাল ইভেন্টস ও ডান্স ফ্লোরে জমায়েত করা যাবে না । প্রবেশপথে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখতে হবে । সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবস্থা রাখতে হবে । বারগুলির সকল কর্মীর মাস্ক পরে থাকা বাধ্যতামূলক । প্রতিদিন সকালে ও বিকালে অর্থাৎ দুইবার করে পুরো বার পরিষ্কার করতে হবে । নুতন কোনও ক্রেতা কোনও আসনে বসার আগে সেটিও স্যানিটাইজ় করতে হবে ।

এদিকে, মুখ্যসচিব সোমেশ কুমার জানান, 31 অগাস্ট জারি করা GO-র বিধি নিষেধগুলি স্থানীয় সংস্থা এবং বন বিভাগের আওতাধীন পার্কগুলির জন্য প্রযোজ্য নয় । মুখ্য বন সংরক্ষক, কমিশনার, পঞ্চায়েত রাজ ও পল্লি উন্নয়ন কমিটি ও পৌর কমিশনার এগুলির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন ।

ABOUT THE AUTHOR

...view details