পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

এবার তেলাঙ্গানা বিধানসভায় পাশ হতে পারে CAA বিরোধি প্রস্তাব - তেলাঙ্গানার CAA বিরোধি প্রস্তাব

অন্যান্য রাজ্যের মতন এবার তেলাঙ্গানা বিধানসভাতেও পাশ হতে পারে CAA বিরোধি প্রস্তাব ৷ তেলাঙ্গানা মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একটি সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে রবিবার জানান হয় ৷

telangana anti caa resolution
চন্দ্রশেখর রাও

By

Published : Feb 17, 2020, 2:47 PM IST

তেলাঙ্গানা, 17 ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা অধিবেশনে CAA বিরোধি প্রস্তাব পাশ করতে চলেছে তেলাঙ্গানা সরকার৷ মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া বলে খবর সংবাদসংস্থা সূত্রে ৷ রবিবার রাতে এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কেরালা, পাঞ্জাব, রাজস্থান ও পশ্চিমবঙ্গ সরকারের CAA বিরোধি প্রস্তাবের আদলেই প্রস্তাব রাখার সিদ্ধান্ত তেলাঙ্গানা মন্ত্রিসভার৷

এই ধরণের আইন ধর্মের ভিত্তিতে বৈষম্য় তৈরি করবে সাধারণ মানুষের মধ্যে ৷ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রকে প্রতিটা ধর্মকেই একই সম্মান দেওয়ার আর্জি করে তেলাঙ্গানা সরকার ৷ তেলাঙ্গানা মন্ত্রিসভার মতে, ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিলে সংবিধানের ধর্মনিরপেক্ষতাকে বিকৃত করা হয়৷ CAA এর বিরোধিতা করে গত মাসে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও জানান যে প্রয়োজনে আঞ্চলিক রাজনৈতিক দল ও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে CAA বিষয়ক বৈঠকও করতে পারেন তাঁরা ৷ অন্যান্য রাজ্যের মত তেলাঙ্গানা বিধানসভাতেও CAA বিরোধি প্রস্তাব পাশ হতে পারে বলে জানান তিনি৷

ABOUT THE AUTHOR

...view details