পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে এনকাউন্টারে মৃত চার অভিযুক্তর দেহ সংরক্ষণের নির্দেশ আদালতের - Telangana High Court : The bodies of the four accused of hyderabad gang rape will be preserved till Monday

গতকাল পুলিশের গুলিতে মৃত্যু হয় মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20), চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ তেলাঙ্গানা হাইকোর্টের নির্দেশ ময়নাতদন্তের সময়ে করা ভিডিয়ো শনিবার সন্ধ্যার মধ্যে জমা করতে হবে ৷

men
men

By

Published : Dec 7, 2019, 10:52 AM IST

হায়দরাবাদ , 6 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তের মৃতদেহ সোমবার রাত 8টা পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দিল তেলাঙ্গানা হাইকোর্ট ৷ শুক্রবার গণধর্ষণ ও খুনের মামলায় জরুরি ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে দেহগুলির ময়নাতদন্ত ও অটোপসির ভিডিয়ো রেকর্ড করতে হবে ৷ সোমবার সকাল 10টা 30 মিনিটে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হবে ৷

গতকাল পুলিশের গুলিতে মৃত্যু হয় গণধর্ষণ ও খুনে অভিযুক্ত মহম্মদ আরিফ (26) , জল্লু শিবা (20), জল্লু নবীন (20) ও চেন্নাকেশাভুলুর (20) ৷ চার অভিযুক্তের মৃতদেহ ঘটনাস্থান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ ৷ ময়নাতদন্তের ভিডিয়ো রেকর্ডিং শনিবার সন্ধ্যার মধ্যে আদালতে জমা দিতে হবে ৷ আদালতের নির্দেশে , 'মেহবুবনগর জেলার বিচারক ভিডিয়োটি পুলিশের কাছ থেকে নিয়ে তা তেলাঙ্গানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালের কাছে পৌঁছে দেবেন শনিবার সন্ধ্যার মধ্যে ৷ '

গতকাল শেষ রাতে 44 নম্বর জাতীয় সড়কের পাশে ধর্ষণ ও খুনের ঘটনার পুনর্নির্মাণ করতে চার অভিযুক্তকে নিয়ে গিয়েছিল পুলিশ ৷ গোটা এলাকা তখন কুয়াশায় মোড়া ৷ সেই সুযোগে পালানোর চেষ্টা করে ওই চারজন ৷ খেতের মধ্যে দিয়ে তারা পালাতে থাকে ৷ পুলিশ তাদের প্রথমে থামতে বলে ৷ তারপর শূন্যে গুলি চালায় ৷ কিন্তু অভিযুক্তরা কথা শোনেনি । তারপরই চূড়ান্ত পদক্ষেপ করে পুলিশ ৷ এনকাউন্টারে চারজনেরই মৃত্যু হয় ৷

ABOUT THE AUTHOR

...view details