পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অবিরাম বৃষ্টি, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ তেলাঙ্গানা সরকারের - তেলাঙ্গানায় বৃষ্টি

রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ফোন করে খবর নিয়েছেন ৷ তিনি সবকটি জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷

অবিরাম বৃষ্টি, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ তেলাঙ্গানা সরকারের
অবিরাম বৃষ্টি, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ তেলাঙ্গানা সরকারের

By

Published : Oct 14, 2020, 12:38 PM IST

হায়দরাবাদ, 14 অক্টোবর : মঙ্গলবার থেকে হায়দরাবাদ সহ গোটা তেলাঙ্গানা রাজ্যজুড়ে ভারী বৃষ্টি চলছে ৷ তাই জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিল তেলাঙ্গানা সরকার ৷ জেলাশাসক, পুলিশ কমিশনার, সুপারিটেন্ডেন্ট অব পুলিশ ও বিভিন্ন জেলার প্রশাসনকে সতর্ক থাকতে বলেছেন তেলাঙ্গানার মুখ্যসচিব সোমেশ কুমার ৷

জেলা প্রশাসনকে পাঠানো বার্তায় তিনি লিখেছেন, "রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ফোন করে খবর নিয়েছেন ৷ তিনি সবকটি জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷ গোটা রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে ৷ গত 24 ঘণ্টায় শুধু হায়দরাবাদেই 20 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে ৷ কয়েকটি অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া গেছে ৷"

তিনি আরও জানিয়েছেন, "ঝড়বৃষ্টিতে গাছ পড়ে ও ইলেকট্রিসিটি পোল ভেঙে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ জলাধার, ট্যাঙ্ক এবং নদীগুলিতে জল উপচে পড়তে পারে ৷ নিচু এলাকা, নিচু ব্রিজ জলে ডুবে যেতে পারে ৷ ফলে মানুষের জীবনযাত্রার সঙ্গে ট্র্যাফিক ব্যবস্থাও বিপর্যস্ত হবে ৷ তাই জেলাশাসক ও SP-দের নির্দেশ দেওয়া হচ্ছে তারা যেন জেলা প্রশাসনকে সতর্ক থাকা ও বন্যা সংক্রান্ত প্রোটোকল মেনে চলার কথা বলে ৷ বিশেষ করে নিচু এলাকার ব্রিজগুলিতে যানবাহন ও পথচারীদের চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে ৷ যাতে প্রাণহানি না হয় ৷"

মঙ্গলবার রাতের ভারী বৃষ্টিতে হায়দরাবাদের বান্দলাগুড়া এলাকায় একটি বাড়ির উপর বোল্ডার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে 9 জনের ৷ মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও ৷

ABOUT THE AUTHOR

...view details