হায়রাবাদ, 2মে : তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে কোরোনা সংক্রমণের একটি রেড জোন আছে । এজন্য তেলাঙ্গানা সরকারের স্বাস্থ্য দপ্তর কোরোনা ভাইরাস প্রতিরোধে রাজ্যের রাজধানীকে নজরে রেখেছে।
তেলাঙ্গানা সরকার বুঝতে পেরেছে এই রাজ্যের অর্থনৈতিক ক্রিয়াকলাপ পুনরুদ্ধারের মূল চাবিকাঠি হায়দরাবাদ । তাই সরকারি শীর্ষ কর্মকর্তারা কোরোনার বক্ররেখাকে সমতল করার জন্য একটি বিশেষ কৌশল তৈরিতে ব্যস্ত। হায়দরাবাদ ও তার আশেপাশের অঞ্চলগুলি, বৃহত্তর হায়দরাবাদ হিসাবে পরিচিত । রাজ্য সরকারের কাছে হায়দরাবাদ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে । কারণ রাজ্যের অন্যান্য অংশে কোরোনা আক্রান্তের সংখ্যা কমলেও হায়দরাবাদে প্রতিদিন কোরোনা পজিটিভের সংখ্যা বাড়ছে ।
এই সপ্তাহের শুরুর পর থেকে প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা হ্রাস হওয়াতে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক মনে হচ্ছিল । এর ফলে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছিলেন, যে রাজ্য শীঘ্রই Covid-19 মুক্ত হবে।কিন্তু 30 এপ্রিল হঠাৎ এই আশায় জল ঢেলে দেয় । এক ধাক্কায় রাজ্যে একদিনেই 22টি কোরোনা পজিটিভ ধরা পড়ে এবং তিন জনের মৃত্যু হয় ।