পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদ এনকাউন্টারের তদন্তে গঠিত হল SIT

এনকাউন্টারের তদন্তের দায়িত্ব দেওয়া হল বিশেষ তদন্তকারী দলকে ৷

By

Published : Dec 9, 2019, 12:53 AM IST

Updated : Dec 9, 2019, 9:12 AM IST

encounter
হায়দরাবাদ এনকাউন্টারে গঠিত হল SIT

হায়দরাবাদ, 9 ডিসেম্বর : তেলাঙ্গানায় পশু চিকিৎসক ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছে দেশ ৷ সম্প্রতি ধর্ষণে অভিযুক্তদের মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে ৷ হায়দরাবাদের এই এনকাউন্টারে অভিযুক্তদের মৃত্যুর পর থেকেই এসেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ সুবিচার হয়েছে এনকাউন্টারেই, এই বলেই উল্লাসে মেতেছেন একাংশ ৷ একাংশ প্রশ্ন তুলেছেন এনকাউন্টারের সত্যতা কিংবা এনকাউন্টারের পদ্ধতি নিয়ে ৷ এরপর গতকালই তেলেঙ্গানা সরকারের তরফে পুলিশি এনকাউন্টারের তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হল ৷

SIT-এর শীর্ষে থাকছেন রাচাকোন্ডার পুলিশ কমিশনার মহেশ এম ভাগবত ৷ বিচার কখনও তাৎক্ষণিক হতে পারে না ৷ বিচারব্যবস্থা যদি প্রতিহিংসাপরায়ণ হয় তাহলে তার চরিত্রহানি হবে ৷ এনকাউন্টারের পরে এমনটাই বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদে ৷ SIT গঠন করে এই এনকাউন্টারের যথাযথ তদন্তের সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেলেন আইনজীবী এম এল শর্মাও ৷ বিচার ছাড়া হত্যাকে উৎসাহ দেওয়ার জন্য রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ও দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছিলেন শর্মা৷ মানবাধিকার সংগঠনগুলির তরফেও প্রশ্ন তোলা হয়েছিল এই এনকাউন্টার নিয়ে ৷

গতকালই সাইবারাবাদের পুলিশের বিরুদ্ধে একটি FIR দায়ের হয় ৷ এনকাউন্টারটি ভুয়ো, এমনই দাবি করা হয়েছে এই অভিযোগে ৷ হায়দরাবাদ গণধর্ষণের আট দিনের মাথায় গতকাল চার অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থানে গিয়েছিল পুলিশ । ঘটনার পুনর্নির্মাণই ছিল উদ্দেশ্য । এরপরই খবর আসে এনকাউন্টারে মৃত্যু হয়েছে হায়দরবাদ গণধর্ষণে অভিযুক্ত চার জনের । পুলিশ জানায়, ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে অভিযুক্তরা । তাই পুলিশ বাধ্য হয়ে এনকাউন্টার করে । এনকাউন্টারের দায়িত্বে ছিলেন সাইবারাবাদের পুলিশ প্রধান ভি এস সজ্জনর ৷

এনকাউন্টার নয়, পরিকল্পিতভাবে তাঁর স্বামীকে খুন করা হয়েছে বলে দাবি জানান গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত চেন্নাকেশাভলুর স্ত্রী ৷ ওই যুবতির বক্তব্য, তাঁর স্বামীর সঙ্গে অবিচার হয়েছে ৷ মৃত চেন্নাকেশাভলুর দেহ ফেরত পাওয়ার দাবিও করেন তিনি ৷ এদিকে এনকাউন্টারের প্রেক্ষিতে তেলাঙ্গানা হাইকোর্ট 9 ডিসেম্বর পর্যন্ত অভিযুক্তদের দেহ সংরক্ষিত করে রাখার নির্দেশ দিয়েছে ৷ এরপর গতকালই তেলাঙ্গানা সরকারের তরফে SIT ঘটনের কথা জানানো হয় ৷

Last Updated : Dec 9, 2019, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details