পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হায়দরাবাদে পশু চিকিৎসক ধর্ষণে অভিযুক্তদের 14 দিনের বিচারবিভাগীয় হেপাজত - অভিযুক্তদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজত

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চার ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিল আদালত ।

ছবি
ছবি

By

Published : Nov 30, 2019, 6:24 PM IST

Updated : Nov 30, 2019, 9:30 PM IST

হায়দরাবাদ, 30 নভেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণে চার অভিযুক্তকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত । তদন্তে নেমে গতকাল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার নিখোঁজ হয়েছিলেন হায়দরাবাদবাসী সাতাশ বছরের এক পশু চিকিৎসক ৷ পরের দিন শামশাবাদ টোলপ্লাজ়ার কাছে যুবতির দগ্ধ দেহ উদ্ধার হয় । তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধর্ষণের পর খুন করে পেট্রল ঢেলে যুবতির গায়ে আগুন দেয় ধৃতরা । CCTV ফুটেজ পরীক্ষা করার পর উঠে আসে আরও কিছু তথ্য ৷ শেষমেশ মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন, চিন্তাকুন্তা চেন্নাকেশাভুলু নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুন : হায়দরাবাদের পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন , ধৃত 4

গতকাল সাংবাদিক বৈঠকে সাইবারাবাদ পুলিশ কমিশনার ভি সি সজ্জানার জানিয়েছিলেন, ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ দ্রুত শুনানির জন্য ফাস্ট ট্র্যাক কোর্টে তোলা হবে মামলাটি । আজ তেলাঙ্গানার শাদনগরের এক স্থানীয় আদালতে তোলা হয় অভিযুক্তদের । আদালত চারজনকেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেপাজতের নির্দেশ দিয়েছে ।

ইতিমধ্যে রঙ্গারেড্ডি জেলা বার কাউন্সিলের সদস্যরা একটি নোটিশ জারি করেছে । তারা জানিয়েছে, ধর্ষণের মামলায় অভিযুক্তদের তরফে কোনও আইনজীবী লড়বে না । নোটিশে তেলাঙ্গানা সরকারের কাছে দাবি জানানো হয়েছে যে, মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের জন্য আলাদাভাবে একটি বিশেষ আদালত গঠন করা হোক ।

Last Updated : Nov 30, 2019, 9:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details