পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জন্মদিনের পার্টি থেকে কোরোনা সংক্রমণ ! বরখাস্ত পুলিশকর্মী - জন্মদিনের পার্টি থেকেই কোরোনা সংক্রমণ

পুলিশ আধিকারিকরা জানান, ওই কনস্টেবল কোভিড নিয়ম লঙ্ঘন করেছে । প্যানডেমিকের কথা ভেবে পুলিশকর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনওরকম পার্টির আয়োজন না করেন ।

Hyderabad News
Hyderabad News

By

Published : Sep 18, 2020, 6:29 PM IST

হায়দরাবাদ, 18 সেপ্টেম্বর : জন্মদিনের পার্টি রেখেছিলেন এক পুলিশ কনস্টেবল । সেই পার্টিতে উপস্থিত রাচাকোন্ডা পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের মধ্যে দেখা দেয় কোরোনা সংক্রমণ । রাচাকোন্ডা পুলিশ কমিশনার মহেশ ভাগবত ওই কনস্টেবল শিব কুমারকে কোভিড নিয়ম ভঙ্গ করার অপরাধে বরখাস্তের আদেশ দেন । অন্য দুই কনস্টেবলকে চার্জ মেমো ও এক ইন্সপেক্টরকে শো-কজ় নোটিস দেওয়া হয় ।

কিসারা থানার কনস্টেবল শিব কুমার তাঁর জন্মদিনে হায়দরাবাদের কাছেই কিসারার একটি রিসর্টে বন্ধু ও সহকর্মীদের নিয়ে পার্টির আয়োজন করেন । সেদিন তাঁরা সকলেই মদ্যপান করেছিলেন । শিব কুমার তাঁর হোয়াটসঅ্যাপ ডিপিতে পার্টির ছবি রাখেন । এবং সেটি ঊর্ধ্বতনের নজরে আসে । শিব কুমার ও পার্টিতে উপস্থিত অন্য দুই কনস্টেবলকে কোরোনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয় । এতে শিব কুমার ও কনস্টেবল নবীনের রিপোর্ট পজ়িটিভ আসে । তারপরই শিব কুমারকে বরখাস্ত এবং নবীন ও আরেক কনস্টেবলকে চার্জ মেমো দেওয়া হয় ।

পুলিশ কমিশনার ডেপুটি কমিশনারকে বিষয়টি তদন্ত করতে বলেন এবং তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন । যেসব পুলিশকর্মী ওই পার্টিতে অংশ নিয়েছিল তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে । পুলিশ আধিকারিকরা জানান, ওই কনস্টেবল কোভিড নিয়ম লঙ্ঘন করেছেন । প্যানডেমিকের কথা ভেবে পুলিশকর্মীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনওরকম পার্টির আয়োজন না করেন ।

উল্লখ্য, রাচাকোন্ডা হল হায়দরাবাদ ও শহরতলির তিনটি পুলিশ কমিশনারেটের অন্যতম ।

ABOUT THE AUTHOR

...view details