পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে বুথফেরত সমীক্ষায় এগিয়ে তেজস্বী নেতৃত্বাধীন মহাজোট

বুথফেরত সমীক্ষাগুলি থেকে পাওয়া পরিসংখ্যানের তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে, বিহার বিধানসভার 243 টি আসনের মধ্যে 124 টি আসনে জিততে পারে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ।

বিহারে বুথফেরত সমীক্ষা
বিহারে বুথফেরত সমীক্ষা

By

Published : Nov 7, 2020, 10:00 PM IST

পটনা, 7 নভেম্বর : শেষ হল বিহারের তৃতীয় দফার ভোটগ্রহণ । তবে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে মঙ্গলবার । তিন দফা মিলিয়ে ভোটের লড়াইয়ে এগিয়ে থাকছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোট । একাধিক বুথফেরত সমীক্ষায় এমনই ইঙ্গিত মিলেছে । বুথফেরত সমীক্ষাগুলি থেকে পাওয়া পরিসংখ্যানের তুল্যমূল্য বিচার করলে দেখা যাচ্ছে, বিহার বিধানসভার 243 টি আসনের মধ্যে 124 টি আসনে জিততে পারে RJD-বাম-কংগ্রেসের মহাজোট । নীতীশ কুমারের নেতৃত্বাধীন NDA-র ঝুলিতে যেতে পারে 103 টি আসন । অন্যদিকে চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি জিততে পারে 6 টি আসন ।

বিহার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে দরকার 122 টি আসন । টাইমস নাও-সি ভোটারের বুথফেরত সমীক্ষা বলছে, NDA জোট 116 টি আসন জিততে পারে । মহাজোটকে NDA-র থেকে সামান্য এগিয়ে রেখেছে তারা । 120 টি আসন জিততে পারে মহাজোট । চিরাগের দল পেতে পারে একটি আসন ।

রিপাবলিক টিভি-জন কি বাতের বুথফেরত সমীক্ষাতেও এগিয়ে থাকছে মহাজোট । 118-138 টি আসনে জিততে পারে বলে ইঙ্গিত মিলেছে বুথফেরত সমীক্ষায় । অন্যদিকে 91-117 টি আসন জিততে পারে NDA । লোক জনশক্তি পার্টি পেতে পারে 5-8 টি আসন ।

CNN-নিউজ় 18-টুডেস চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, তেজস্বী যাদবের নেতৃত্বে মহাজোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিহারে সরকার গঠন করতে চলেছে । সেখানে 180 টি আসন মহাজোট পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে । অন্যদিকে NDA পেতে পারে মাত্র 55 টি আসন ।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস পোলের এক বুথফেরত সমীক্ষায় দেখা যাচ্ছে, 44 শতাংশ মানুষ তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হিসাবে চাইছেন । নীতীশ কুমারকে চাইছেন 35 শতাংশ মানুষ ।

বেশিরভাগ বুথফেরত সমীক্ষাই ইঙ্গিত দিচ্ছে গদি পালটাতে চলেছে বিহারে । তবে এই ধরনের বুথফেরত সমীক্ষাকে একাধিকবার ভুল প্রমাণ হতে দেখা গেছে । ভোটের পাশা পালটাতে যে বেশি সময় লাগে না তার উদাহরণ ইতিহাসে অনেক রয়েছে । তাই শেষ হাসি কে হাসবে তা জানার জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে ।

ABOUT THE AUTHOR

...view details