কটক, 15 অক্টোবর : হাথরসে যুবতিকে নির্যাতনের ক্ষত এখনও মোছেনি । তারপরও দেশের একাধিক জায়গায় ধর্ষণের খবর সামনে এসেছে । এমনকী, হাথরসেই 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে । এবার ওড়িশা । কটকের একটি পোলট্রি ফার্মে 22 দিন ধরে আটকে রেখে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ । ওই কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ।
জগৎসিংপুর জেলার তিরতলের বাসিন্দা বছর সতেরোর ওই কিশোরী । তার এক প্রতিবেশী জানিয়েছেন, পরিবারের সঙ্গে অশান্তি হওয়ায় গত মাসে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সে ।
বাড়ি ফেরার জন্য কটকের OMP স্কোয়ারে অপেক্ষা করছিল কিশোরী । বাসের অপেক্ষা করছিল । সেই সময় এক ব্যক্তি বাইক নিয়ে তার সামনে দাঁড়ায় । তাকে আশ্বাস দিয়ে বলে, বাড়িতে পৌঁছে দেব । কিশোরীও বিশ্বাস করে বাইকে ওঠে । কিন্তু সেই বাইক আর বাড়ির দিকে যায়নি ।
জেলা শিশু কল্যাণ কমিটিকে কিশোরী জানিয়েছে, তিরতলের দিকে আসার পরিবর্তে গতিরৌতপাটনা গ্রামে তাকে নিয়ে যায় ওই ব্যক্তি । বারবার চিৎকার করলেও তার আর্তনাদ শোনেনি কেউ । এবং সেখানে তাকে পোলট্রি ফার্মের একটি ঘরে 22 দিন আটকে রাখে । ওই ব্যক্তি এবং আরও একজন প্রতিদিন বারেবারে তাকে ধর্ষণ করে ।