দিল্লি, 24 জুলাই : দক্ষিণ দিল্লির ছত্তরপুরে একটি কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন এক 14 বছর বয়সী কিশোরী ওই সেন্টারে চিকিৎসাধীন এক 19 বছরের যুবকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছে । জানা গেছে,ঘটনার সময় আরও এক চিকিৎসাধীন 19 বছরের যুবক মোবাইল ফোনে তাদের অশ্লীল ছবি তুলছিল। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ওই দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত দুইজনই কোরোনা পজ়়িটিভ হওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না।
জানা গেছে, 15 জুলাই রাতে মেয়েটিকে ওই সংশ্লিষ্ট কোভিড কেয়ার সেন্টারের বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করকরে অভিযুক্ত যুবকটি। আআর অপর অভিযুক্ত মোবাইলে তাদের দুই জনের অশ্লীল ছবি তুলছিল। বিষয়টি নিয়ে দিল্লি পুলিশের DSP পরবিন্দর সিং বলেন, "আমরা দুই জন অভিযুক্তকে POCSO আইনের আওতায় গ্রেপ্তার করা হবে। এক সাক্ষাৎকারে তিনি জানান, "সাধারণত কোভিড -19 কেন্দ্রে ছেলে-মেয়েদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে। তবে এখানে, এই প্রোটোকলগুলি অনুসরণ করা হয়নি কেন, সেটার জিজ্ঞাসাবাদ চলছে। সুরক্ষারক্ষীদের জেরা করা হচ্ছে ঘটনাটি সময় তারা কোথায় ছিল। বিষয়টিকে আমরা খতিয়ে দেখছি। "