পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রযুক্তি সেতুর কাজ করেছিল, 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' প্রসঙ্গে মন্তব্য মোদির - man vs wild

প্রযুক্তি আমাদের মাঝখানে সেতুর কাজ করেছিল, 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর সঞ্চালক বিয়ার গ্রিলসের সঙ্গে হিন্দিতে কথা বলা প্রসঙ্গে জানালেন মোদি । মোদি বলেন, "বিয়ার গ্রিলস যন্ত্রের সাহায্যে আমার হিন্দি বুঝেছিলেন ।"

প্রযুক্তি সেতুর কাজ করেছিল, 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' প্রসঙ্গে মন্তব্য মোদির

By

Published : Aug 25, 2019, 1:52 PM IST

দিল্লি, 25 অগাস্ট : 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এ বিয়ার গ্রিলসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দিতে কথোপকথন নিয়ে ওঠে অনেক প্রশ্ন । ব্রিটিশ সঞ্চালক গ্রিলস মোদির হিন্দি কী করে বুঝলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই । এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন মোদি । মোদি জানালেন, বিয়ার গ্রিলসের কানে একটি কর্ডলেস যন্ত্র ছিল যা হিন্দিকে সরাসরি ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিল । আর এর ফলেই গ্রিলস মোদির কথা বুঝতে পারছিলেন ।

মোদি বলেন, "শোটি দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, বিয়ার গ্রিলস আমার হিন্দি কী করে বুঝছিলেন । অনেকেই প্রশ্ন করেন শুটিংয়ের সময় কতগুলি রি-টেক নেওয়া হয়েছিল বা পরবর্তীতে তা এডিট করা হয়েছিল কী না । আমি সব প্রশ্নের জবাবে জানাতে চাই যে, গ্রিলসের কানে একটি কর্ডলেস ডিভাইস ছিল । সেটি আমার বলা হিন্দিকে ইংরেজিতে অনুবাদ করে দিচ্ছিল ।"

12 অগাস্ট সম্প্রচারিত হয় 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' । সেই বিশেষ এপিসোডে বিয়ার গ্রিলসের সঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে । উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে অনুষ্ঠানের শুটিং । ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী ও নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে অনেক কথা প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন শোয়ের সঞ্চালক বিয়ার গ্রিলসকে । সেই অভিজ্ঞতার কথা মোদি বলেছিলেন হিন্দিতে । পরবর্তীতে অনেকে বিয়ার গ্রিলসের সঙ্গে হিন্দিতে কথা বলার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন । সোশাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ট্রোল হয় ।

ন্যাশনাল পার্কের বন্যপ্রাণীদের সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিকে শোতে বলতে শোনা যায়, "এখানে বিপদ নেই । আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে যাই, তখনই বিপদের সূত্রপাত হয় । মানুষও বিপজ্জনক হয়ে ওঠে । আমরা যদি প্রকৃতির সঙ্গে সহযোগিতা করি তাহলে প্রকৃতিও আমাদের সঙ্গে থাকবে ।"

গ্রিলসকে মোদি জানান কিশোর অবস্থায় তাঁর বাড়ি ছাড়ার ঘটনা । মোদি জানিয়েছিলেন, ঘর ছাড়ার পর বেশ কিছুটা সময় হিমালয় অঞ্চলে কাটিয়েছিলেন তিনি । বাঘের সঙ্গে মোকাবিলা করার জন্য গ্রিলস তাঁকে একটি অস্ত্র বানিয়ে দিয়েছিলেন । বাঘের সামনে পড়লে কী ভাবে সেই অস্ত্র দিয়ে আত্মরক্ষা করতে হবে, সেই কৌশলও ভারতের প্রধানমন্ত্রীকে শেখান গ্রিলস । কিন্তু মোদি জানান, তাঁর সংস্কৃতি তাঁকে কারও প্রাণ নিতে শেখায়নি । তবে গ্রিলসের দেওয়া সেই উপহার তিনি নিজের কাছেই রাখবেন ।

ABOUT THE AUTHOR

...view details