অন্ধ্রপ্রদেশ, 18 ডিসেম্বর : খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । গতকাল কুর্নল জেলার বেলুম গুহা এলাকায় তাঁকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । প্রায় 12 জন এই খুনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে ।
পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা YSRCP দলের । সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP-তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে । বহু দিন থেকেই সুব্বারাওয়ের গতিবিধির উপর নজর রাখছিল খুনিরা । তাই তারা জানত যে তিনি ব্যক্তিগত কাজের জন্য বেলুম গুহায় যাবেন । সেই মতো তাঁরা সেখানে উপস্থিত হয় । সুযোগ বুঝে হামলাকারীরা TDP নেতাকে তারা গাড়ি থেকে টেনে বের করে এবং পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানায় পুলিশ সূত্র ।