পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

TDP নেতা খুন, কাঠগড়ায় YSRCP - Andhrapradesh TDP leader allegedly murdered

খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । YSRCP দলের লোকেরা তাঁকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে ।

image
ছবিটি প্রতীকী

By

Published : Dec 18, 2019, 2:20 PM IST

অন্ধ্রপ্রদেশ, 18 ডিসেম্বর : খুন হলেন TDP নেতা এবং ব্যবসায়ী মঞ্জুলা সুব্বারাও । গতকাল কুর্নল জেলার বেলুম গুহা এলাকায় তাঁকে খুন করা হয় বলে জানিয়েছে পুলিশ । প্রায় 12 জন এই খুনের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে ।

পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত ব্যক্তিরা YSRCP দলের । সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP-তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে । বহু দিন থেকেই সুব্বারাওয়ের গতিবিধির উপর নজর রাখছিল খুনিরা । তাই তারা জানত যে তিনি ব্যক্তিগত কাজের জন্য বেলুম গুহায় যাবেন । সেই মতো তাঁরা সেখানে উপস্থিত হয় । সুযোগ বুঝে হামলাকারীরা TDP নেতাকে তারা গাড়ি থেকে টেনে বের করে এবং পরে তাকে ছুরি দিয়ে আঘাত করে বলে জানায় পুলিশ সূত্র ।

সুব্বারাও YSRCP দলের সঙ্গে যুক্ত ছিলেন । পরে ওই দল ছেড়ে TDP তে যোগ দেন । এই নিয়ে ওই দলের কিছু ব্যক্তির মধ্যে আক্রোশ তৈরি হয় এবং সুব্বারাওকে হত্যার পরিকল্পনা করে বলে অভিযোগ । এ প্রসঙ্গে CI সুব্বা রায়দু বলেন, "কে নারায়ণ রেড্ডি এবং অম্বাতি গুরুভি রেড্ডি এই মামলার প্রধান অভিযুক্ত । তাঁরা YSRCP দলের । নিহত ও প্রধান অভিযুক্তরা উভয়ই একই গ্রামের বাসিন্দা । অনেক দিন থেকেই তাঁদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতা ছিল । তার জেরেই এ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ।

পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের খোঁজ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details