পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্মীদের সক্ষমতা বিকাশে ই - লার্নিং কোর্স শুরু টাটা স্টিলের - সক্ষমতা বিকাশের জন্য ই - লার্নিং কোর্স শুরু করল টাটা স্টিল

সক্ষমতা বিকাশের জন্য ই - লার্নিং কোর্স শুরু করল টাটা স্টিল ৷ এই কোর্সের প্রধান প্রকাশ সিং বলেন , বর্তমানে পরিস্থিতিতে যুব শিক্ষার্থী ও কর্মজীবী ​​পেশাদারদের সহায়তা করার লক্ষ্যেই এটি শুরু করা হয়েছে ।

TATA STEEL is offering e-learning course in lockdown
কর্মীদের সক্ষমতা বিকাশের জন্য ই - লার্নিং কোর্স শুরু করল টাটা স্টিল

By

Published : May 3, 2020, 11:37 PM IST

জামশেদপুর, 3 মে : সক্ষমতা বিকাশের জন্য ই - লার্নিং কোর্স শুরু করল টাটা স্টিল ৷ এই কোর্সের প্রধান প্রকাশ সিং বলেন , বর্তমানে পরিস্থিতিতে যুব শিক্ষার্থী ও কর্মজীবী ​​পেশাদারদের সহায়তা করার লক্ষ্যেই এটি শুরু করা হয়েছে । তিনি বলেন, শিক্ষা ও বিকাশের এই ধারা একজন দক্ষ কর্মী ও দক্ষ কর্মী তৈরির প্রক্রিয়াটিকে শক্তিশালী করবে ।

এই উদ্যোগে অভূতপূর্ব ইতিবাচক সাড়া পেয়ে খুব খুশি তিনি । তিনি বলেন , তিনি তরুণ ভারতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার চেষ্টা চালিয়ে যাবেন । যুবসমাজকে শিল্প ও ভবিষ্যতের জন্য সক্ষম করার লক্ষ্যের কথা মাথায় রেখেই এই টাটা স্টিলের শিক্ষা ও বিকাশের উন্নয়ন বিভাগে ই-লার্নিং কোর্স তৈরি করা হয়েছে ।

মাত্র 1 টাকা খরচে এই কোর্স করা যাবে ৷ এই ই-লার্নিং কোর্সে বিভিন্ন প্রযুক্তিগত বিষয় , যেমন - মেকানিকাল, বৈদ্যুতিক ও ধাতববিদ্যার বর্তমান শিল্প প্রবণতা সম্পর্কে জানা যাবে ৷ এছাড়াও ইন্ডাস্ট্রি ৪.০, মোট গুণমান ব্যবস্থাপনা ও মেশিন লার্নিংও এতে অন্তর্ভুক্ত রয়েছে । এছাড়া স্মার্ট ক্লাস ও ওয়েবিনারের মাধ্যমে প্রাসঙ্গিক প্রযুক্তিগত ও ব্যবহারিক বিষয়ের উপর শেখার সেশনও করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details