পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যবিত্তের জন্য সুখবর, 5-10 লাখ বার্ষিক আয়ে আয়কর কমানোর প্রস্তাব - 5-10 লাখ বার্ষিক আয়ে আয়কর কমানোর প্রস্তাব

কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে বিশেষ টাস্ক ফোর্স ৷ তাতে 5-10 লাখ বার্ষিক আয়ের ক্ষেত্রে আয়কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ছবিটি প্রতীকী

By

Published : Aug 28, 2019, 10:52 PM IST

দিল্লি, 28 অগাস্ট : ব্যক্তিগত করের ক্ষেত্রে মিলতে পারে বড়সড় ছাড় ৷ কর কাঠামোর পুনর্বিন্যাস করে আয়করের হার কমানোর প্রস্তাব দিল ডিরেক্ট ট্যাক্স টাস্ক ফোর্স ৷ ইতিমধ্যে সেই রিপোর্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে জমা পড়েছে ৷ যদিও সেই রিপোর্ট জনসমক্ষে আনা হয়নি ।

1961 সালের আয়কর আইন খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করে কেন্দ্র ৷ নেতৃত্বে ছিলেন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেশনের সদস্য অখিলেশ রঞ্জন ৷ 19 অগাস্ট সেই রিপোর্ট জমা দেয় টাস্ক ফোর্স ৷ সূত্রের খবর, তাতে ব্যক্তিগত কর কাঠামোর আমূল পরিবর্তনের সুপারিশ করা হয়েছে ৷ যাদের বার্ষিক আয় 5 লাখ থেকে 10 লাখ টাকা তাঁদের ক্ষেত্রে আয়করের মাত্রা 20 শতাংশ থেকে কমিয়ে 10 শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ একইভাবে, যাদের বার্ষিক আয় 10 লাখ থেকে 20 লাখ টাকা তাঁদের ক্ষেত্রেও আয়কর কমিয়ে 20 শতাংশ করার কথা বলা হয়েছে ৷ আগে যা ছিল 30 শতাংশ ৷ যাদের বার্ষিক আয় 20 লাখের বেশি থেকে 2 কোটি তাঁদের ক্ষেত্রে আয়কর অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ পূর্ববর্তী 30 শতাংশ হারেই তাঁদের আয়কর দিতে হবে ৷

বর্তমানে দেশে তিনটি হারে আয়কর চাপানো হয় ৷ সেগুলি হল - 5, 20 ও 30 শতাংশ ৷ এবার পাঁচটি স্ল্যাব করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ তা হল- 5, 10, 20, 30 ও 35 শতাংশ ৷ উচ্চবিত্তের জন্য 35 শতাংশ আয়কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে ৷ অর্থাৎ বছরে যারা 2 কোটি টাকার বেশি আয় করেন, তাঁদের 35 শতাংশ কর দিতে হবে ৷ তবে, দিতে হবে না সারচার্জ ৷

অর্থনৈতিক মহলের বক্তব্য, মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বাড়াতে ও অর্থনীতিকে চাঙ্গা করতেই কর কাঠামো পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details