দিল্লি, 4 মার্চ : এই মুহূর্তে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 28 । দিল্লিতে কোরোনা আক্রান্ত ব্যক্তির থেকে আরও ছ'জনের শরীরে সংক্রামিত হয়েছে COVID-19 । বন্ধ রয়েছে নয়ডার দুটি স্কুল । পাশাপাশি বিমান বন্দরে চলছে থার্মাল স্ক্রিনিং । সম্পূর্ণ পরিস্থিতি খতিয়ে দেখতে এবার দিল্লি সরকারের তরফে রাজ্যস্তরে গঠিত হল টাস্ক ফোর্স । নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ।
সমস্ত গুরুত্বপূর্ণ সংস্থা ও দপ্তরগুলি যুক্ত থাকবে এই টাস্ক ফোর্সের সঙ্গে । জরুরিভিত্তিতে পুরো পরিস্থিতির মোকাবিলা করবে এই দল । এই বিষয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, "দিল্লির ওই কোরোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ যে 88 জন এসেছেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে । বিদেশ থেকে আসা প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে । এ পর্যন্ত 1 লাখ 16 হাজার 589 জনের স্ক্রিনিং হয়েছে । কোনও উপসর্গ দেখা মাত্র যাত্রীদের তড়িঘড়ি রামমনোহর লোহিয়া হাসপাতালে পাঠানো হচ্ছে ।"