গুয়াহাটি, 31 অগাস্ট : জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া 19 লাখের বেশি আবেদনকারীর মধ্যে রয়েছে ভারতের অনেক প্রকৃত নাগরিক, বিশেষ করে বাঙালি হিন্দু । চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশের পর আজ এ কথা বলেন কংগ্রেস নেতা তথা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ । এই বিষয়ে BJP-কে কাঠগড়ায় দাঁড় করিয়ে গগৈ বলেন, "কী কারণে এমনটা হল, তার জবাব BJP-কেই দিতে হবে ।"
আজ জাতীয় নাগরিকপঞ্জি প্রকাশের পর তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন অসমের BJP নেতা তথা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি বলেন, "যখন এতজন প্রকৃত ভারতীয় তালিকার বাইরে, তখন কী ভাবে বলা যায় যে, এই নাগরিকপঞ্জি অসমের মানুষের মঙ্গল করবে?"