গুয়াহাটি, 26 নভেম্বর : প্রিয় প্রাক্তন মুখ্য়মন্ত্রী তরুণ গগৈকে আবেগের সঙ্গে শেষ বিদায় জানালো অসমবাসী ৷ বৃহস্পতিবার সম্পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় তাঁর শেষকৃত্য় সম্পন্ন হয় ৷ অসমের নবগ্রহ শ্মশানঘাটে তরুণ গগৈয়ের শেষকৃত্য় করা হয় ৷ স্তবপাঠ, গান স্য়ালুট ও অসম পুলিশের তরফে ব্য়ান্ড বাজিয়ে তাঁকে বিদায় জানানো হয় ৷ তিনিই একমাত্র মুখ্য়মন্ত্রী যিনি সবচয়ে দীর্ঘ সময় অসমের মুখ্য়মন্ত্রী পদের দায়িত্ব সামলেছেন ৷
পূর্ণ রাষ্ট্রিয় মর্যাদায় শেষকৃত্য় সম্পন্ন তরুণ গগৈয়ের - মুখ্য়মন্ত্রী
অগাস্ট মাসে কোরোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তরুণ গগৈ ৷ কোরোনা থেকে সুস্থ হলেও, কোরোনা পরবর্তী সমস্যা দেখা দেয় তাঁর ৷ সেই সব সমস্যা কাটিয়ে অক্টোবর মাসেই বাড়ি ফিরেছিলেন অসমের তিনবারের মুখ্য়মন্ত্রী ৷ তবে, আবারও নানান শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হন ৷
প্রাক্তন মুখ্য়মন্ত্রীকে শেষ সম্মান জানানোর পর তাঁর ছেলে গৌরব গগৈ বাবার মুখাগ্নি করেন ৷ বাবার শেষকৃত্য়ে অসমের সাবেকি ‘চেলেঞ্জ সাদোর’ এবং ধুতি পড়েছিলেন গৌরব গগৈ ৷ তরুণ গগৈয়ের মুখাগ্নির আগে তাঁকে চন্দন কাঠ উৎসর্গ করেন তাঁর স্ত্রী ডলি, মেয়ে চন্দ্রিমা, পুত্রবধু এলিজ়াবেথ ৷ 84 বছরের তরুণ গগৈ তিনবার অসমের মুখ্য়মন্ত্রীর দায়িত্ব সামলেছেন ৷ এমনকি দু’বার কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে এবং 6 বার সাংসদ হিসেবে লোকসভায় কাজ করেছেন ৷ গত সোমবার তরুণ গগৈয়ের দীর্ঘ এই রাজনৈতিক জীবনের অবসান হয় ৷ টানা চার মাস কোরোনা ও তার পরবর্তী সমস্য়ায় নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন গগৈ ৷