হায়দরাবাদ, 19 নভেম্বর : হায়দরবাদে সরবরাহ কলের জল পানের জন্য নিরাপদ । শুধু তাই নয়, এদিক থেকে দেশে দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদের কলের জল । কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ানের প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য দেওয়া হয়েছে । এই রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের কলের পানীয় জল দেশের মধ্যে সবথেকে নিরাপদ ।
বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স (BIS) বড় বড় শহরের কলের জলের নমুনা নিয়ে পরীক্ষা করে । এই পরীক্ষার ভিত্তিতে তৈরি রিপোর্টই প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী । এই রিপোর্ট অনুযায়ী 21 বড় শহরের মধ্যে দিল্লির কলের পানীয় জল পানের জন্য সবথেকে বেশি অযোগ্য ।
2012 সালে পানীয় জলের গুণমানের 28 টি মানদণ্ড নির্ধারণ করে বিওরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স । এই মানদণ্ডগুলির উপর ভিত্তি করেই দেশের বিভিন্ন শহরের পানীয় জলের নমুনা পরীক্ষা হয় । এই পরীক্ষায় হায়দরাবাদের কলের জলের একটিমাত্র নমুনা গুণমানের মানদণ্ড পর্যন্ত পৌঁছাতে পারেনি ।
পাসওয়ান এই রিপোর্ট প্রকাশের সময় বলেন, "মানুষের পরিষ্কার ও নিরাপদ পানীয় জল পাওয়ার মৌলিক অধিকার রয়েছে । সেই কারণেই আমরা এই নমুনা পরীক্ষার কাজটা করি । এর সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয় । কারণ আমরা সকলে মানুষের জীবন নিয়ে চিন্তিত ।"
এই রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ শহরের কলের জলের নমুনা গুণমানের মানদণ্ডের দিক থেকে অযোগ্য । অর্থাৎ এই শহরগুলির পানীয় জল বিভিন্নরকম অসুখের কারণ হতে পারে ।