চেন্নাই, 3 অগাস্ট : কেন্দ্রের নয়া শিক্ষানীতির মাধ্যমে আদতে কৌশলে রাজ্যগুলির উপর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে । NEP আসার পর পরই এবিষয়ে সরব হয়েছিলেন DMK প্রধান এম কে স্ট্যালিন । যাতে সমর্থন জানিয়েছিল তামিলনাড়ুর অন্য রাজনৈতিক দলগুলিও । এবার নয়া জাতীয় শিক্ষানীতি, 2020-কে কার্যকর করা হবে না বলে জানিয়ে দিল তামিলনাড়ু সরকার ।
মুখ্যমন্ত্রী পালানিস্বামী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি রাজ্যে প্রয়োগ করবেন না তিনি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে তাঁর আবেদন, নতুন শিক্ষানীতি পুনর্বিবেচনা করা হোক । তাঁর কথায়, "নয়া এই শিক্ষানীতিতে তিনটি ভাষার যে সূত্র দেওয়া হয়েছে তা দুঃখজনক । আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি, তিনি যেন ওই সূত্র নিয়ে পুনর্বিবেচনা করেন । প্রতিটি রাজ্য তার বিবেচনা মতো NEP কার্যকর করুক ।"