চেন্নাই, 27 অক্টোবর : ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল শারীরিক অত্যাচার । থানার দেওয়ালে লেগেছিল রক্ত । জুনে পুলিশ হেপাজতে তামিলনাড়ুর বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় CBI তদন্তে উঠে এল এই সব তথ্যই ।
দেশজুড়ে তখন লকডাউন । কিছুটা শিথিল হলেও অনেক কিছুতে তখনও নিষেধাজ্ঞা রয়েছে । অতিরিক্ত 15 মিনিট মোবাইল দোকান খুলে রেখেছিলেন তাঁরা । এই অভিযোগেই 19 জুন জয়রাজ এবং বেন্নিকসকে গ্রেপ্তার করেছিল তামিলনাড়ু পুলিশ । প্রথমে জয়রাজকে গ্রেপ্তার করা হয় । থানায় যেতেই তাঁর ছেলে বেন্নিকসকেও গ্রেপ্তার করে তারা ।
CBI-এর তরফে সম্প্রতি চার্জশিট পেশ করা হয়েছে । সেখানে উল্লেখ করা হয়েছে, "সন্ধ্যা 7টা 45 মিনিট থেকে রাত 3টে পর্যন্ত বারবার তাঁদের উপর চলেছিল নৃশংস অত্যাচার ।" পুলিশকর্মীরা বেন্নিকসকে দিয়ে জোর করে থানার দেওয়ালে লেগে যাওয়া রক্ত মোছায় । ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, গুরুতর আঘাতের কারণে বেন্নিকসের মৃত্যু হয়েছে । সনথানকুলম থানার দেওয়ালে রক্তের দাগ পায় ফরেনসিক দল ।