দিল্লি, 21 সেপ্টেম্বর : কোরোনা প্রটোকল মেনে আজ থেকে খুলল তাজমহল । প্রতিদিন 5 হাজার দর্শনার্থীর প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে । আজ থেকেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে, বন্ধ রাখা হয়েছে টিকিট কাউন্টারগুলি । অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছে ।
কোরোনা মোকাবিলায় গত প্রায় 6 মাস বন্ধ ছিল ঐতিহাসিক এই স্থানগুলি । মার্চের 17 তারিখ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় । এক আধিকারিক জানান, " কেন্দ্রের তরফে কোরোনার যে সমস্ত বিধি-নিষেধ দেওয়া হয়েছে তা মেনেই খোলা হয়েছে তাজমহল । সামাজিক দূরত্ব মানা হচ্ছে । মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । ব্যবস্থা করা হয়েছে হাত স্যানিটাইজ় করাও । "