পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রাম্পের জন্য 300 বছরে প্রথমবার পরিষ্কার তাজমহলের সমাধি - ক্লে-প্যাক দিয়ে পরিষ্কার হল তাজমহলের দুই সমাধি

সফর সূচি অনুযায়ী ট্রাম্পের আহমেদাবাদ যাওয়ার পথে বস্তি ঢাকতে কয়েকদিন আগেই পাঁচিল তুলেছিল প্রশাসন । এবার 300 বছর বাদে পরিষ্কার হল তাজমহলের দুই সমাধি ।

Trump's visit
তাজমহলের সমাধি

By

Published : Feb 24, 2020, 11:40 PM IST

আগ্রা, 24 ফেব্রুয়ারি : বস্তি ঢাকতে দেওয়াল তোলার পর এবার ট্রাম্পের সফরের জন্য 300 বছরে প্রথমবার পরিষ্কার হল তাজমহলের দু'টি সমাধি । ক্লে-প্যাক দিয়ে পরিষ্কার করা হল ।

দু'দিনের সফরে ভারতে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । সঙ্গে রয়েছেন অ্যামেরিকার ফার্স্ট লেডি । ভারতে তাঁদের গন্তব্য ছিল আহমেদাবাদ হয়ে আগ্রা টু দিল্লি । সেই সফর অনুযায়ী আহমেদাবাদ যাওয়ার পথে বস্তি ঢাকতে কয়েকদিন আগেই পাঁচিল তুলেছে প্রশাসন । আজ 300 বছর বাদে পরিষ্কার হল তাজমহলের দুই সমাধি ।

এমনিতে বছরে মোটে তিনবার জন সাধারণের জন্য খোলা হয় এই দু'টি সমাধি । শাহজাহানের মৃত্যুবার্ষিকীতে এই সমাধি খুলে দেওয়া হয় । কিন্তু 300 বছর আগে স্থাপন করা হলেও আজ পর্যন্ত এই প্রথমবার পরিষ্কার করা হল সমাধি দু'টিকে । এই দুটির উপরে থাকা দুটি চাঁদকেও আজ পরিষ্কার করা হয়েছে হলুদ জল দিয়ে ।

ফেস প্যাকের অনুকরণেই তৈরি এই ক্লে প্যাক । যা দিয়েই এই দু'টি সমাধি পরিষ্কার করা হল ।

শুধু এই নয়, তাজমহলের পিছনে থাকা যমুনা নদীর দুর্গন্ধ ঢাকতে ছাড়া হয়েছে 17 মিলিয়ন লিটার পরিষ্কার জল । সঙ্গে তাজমহলে থাকা বাঁদরের উৎপাত রুখতেও ব্যবস্থা নেওয়া হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details