কটক, 9 অগাস্ট : ইচ্ছে থাকলেই উপায় হয় . . . যদি সত্যিই দৃঢ় ইচ্ছাশক্তি থাকে তাহলে সব প্রতিবন্ধকতা পেরিয়ে মানুষ স্বপ্নপূরণ করতে পারে ৷ তার প্রমাণ দিলেন ভুবনেশ্বরের কুমার বিশ্বরঞ্জন ৷ মা মিনতিদেবী দরজি ৷ বাবা জামা-কাপড়ের ব্যবসা করেন ৷ সংসারে অভাব আছে ৷ তবে অভাবকে জয় করে UPSC-তে 182 তম স্থানে জায়গা করে নিয়েছেন এই যুবক ৷ এবার তৃতীয়বারের জন্য পরীক্ষায় বসেছিলেন তিনি ৷
কুমার বিশ্বরঞ্জন IIT গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন ৷ গতবছরও UPSC পরীক্ষায় বসেছিলেন ৷ কিন্তু , সেবার তাঁর 391 তম স্থান হয় ৷ ফলাফলে সন্তুষ্ট হননি ৷ আরও ভালো ফলের আশায় প্রস্তুতি শুরু করেন ৷ ছয় মাস ধরে দিনে 10-12 ঘণ্টা পড়াশোনা করেন ৷ যার ফলও পান হাতেনাতে ৷