পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত ইন্ডিগোর, 1 ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক - indigo twitted after outage hits flyers

নেটওয়ার্ক সিস্টেম ডাউন । তাই ব্যাহত হয় বিমান পরিষেবা । এক ঘণ্টা পর স্বাভাবিক হল ইন্ডিগোর পরিষেবা

ফাইল ফোটো

By

Published : Nov 4, 2019, 10:52 PM IST

বেঙ্গালুরু, 4 নভেম্বর : এক ঘণ্টা পর স্বাভাবিক হল ভারতের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো-র পরিষেবা ও চেক-ইন সিস্টেম । আজ সকাল থেকে সংস্থার নেটওয়ার্ক সার্ভার ডাউন হয়ে যায় । এর জেরে ব্যাহত হয় পরিষেবা । এর জেরে বিমানবন্দরে যাত্রীদের সমস্যায় পড়তে হয় । তাঁদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনে ।

পরিষেবা ব্যাহত হওয়ার পর ইন্ডিগো টুইট করে , "আমাদের নেটওয়ার্ক ডাউন হয়ে গেছে । দয়া করে আমাদের সঙ্গে সহযোগিতা করুন । যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ।"

সার্ভার ডাউনে পরিষেবা ব্যাহত ইন্ডিগোর

দূষণের কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় দিল্লিতে আজ অনেক বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয় । অন্যদিকে ইন্ডিগোর পরিষেবা ব্যাহত হওয়ায় পরিস্থিতির আরও অবনতি হয় ।

ইন্ডিগো সংস্থাটি ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেডের মালিকানাধীন । মুম্বইয়ে 3 টে 5 মিনিটে এই কম্পানির শেয়ার 0.3 শতাংশ পড়ে যায় ।

ABOUT THE AUTHOR

...view details