দিল্লি, ৭ ফেব্রুয়ারি : ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। রাজস্থানে এখনও পর্যন্ত ২২৬৩ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং ৮৫ জনের মৃত্যু হয়েছে। ৩ ফেব্রুয়ারি এই রিপোর্ট প্রকাশ্যে আসে।
দেশে সোয়াইন ফ্লুতে মৃত ২২৬, প্রথম স্থানে রাজস্থান - swine flu
২০১৯ সালে রাজস্থানে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ২২৬ জন। সারা ভারতে ৬৬০০ জন আক্রান্ত হয়েছে। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রকের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, H1N1 ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মোট ২২৬ জনের মৃত্যু হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানা গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রাজস্থানে একটি জনস্বাস্থ্য দল পাঠানো হবে। পঞ্জাব এবং গুজরাতেও এই দলগুলি পাঠানো হবে।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত ভিডিয়ো করফারেন্স করা হবে। রাজ্যগুলিকে জনসচেতনতা বাড়াতে পরামর্শ দেওয়া হয়েছে।
গুজরাতে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ৪৩। পঞ্জাবে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালে ভারতে মোট ৬৬০০ জনের আক্রান্ত হওয়ার রেকর্ড পাওয়া গেছে।