মুম্বই, ৪ ডিসেম্বর : সুইডিস রাজ দম্পতি মঙ্গলবার মুম্বইয়ের সমুদ্র তট পরিষ্কারে সাহায্য করলেন । সুইডিস রাজা কার্ল ষোড়শ গুস্তাফ এবং তাঁর পত্নী রানি সিলভিয়া 5 দিনের ভারত সফরে এসেছেন । তাঁরা আজ মুম্বইয়ে ভারসোভা সমুদ্র তট পরিদর্শনে যান । সেখানে সমুদ্র তটে আবর্জনা দেখে তা পরিষ্কার করতে শুরু করেন তাঁরা ।
সমুদ্র তটে গিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে তাঁরা এলাকাটি পরিষ্কারের পরিকল্পনা করেন । তাঁদের এলাকার সমস্যাগুলো বুঝিয়ে বলেন মুম্বইয়ের পরিবেশবিদ তথা আইনজীবি আফরোজ শাহ ।