শ্রীনগর, 25 মে : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত থেকে একটি পায়রাকে আজ ধরা হয়েছে । ওই পায়রা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণপ্রাপ্ত বলে মনে করছেন আধিকারিকরা ।
তাঁরা জানান, ওই পায়রা একটি "কোডেড বার্তা" বহন করছিল । পাকিস্তান থেকে ভারতের দিকে আসার পরই হিরানগর সেক্টরের ময়নারি গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে ।