পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের 'গুপ্তচর' পায়রা - ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত

পাকিস্তান থেকে ভারতের দিকে আসার পরই হিরানগর সেক্টরের ময়নারি গ্রামের বাসিন্দারা একটি পায়রাকে ধরে ফেলে । তার পায়ে একটি রিং পাওয়া গেছে । তাতে কয়েকটি সংখ্যা লেখা । বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ।

পায়রা
পায়রা

By

Published : May 25, 2020, 4:51 PM IST

শ্রীনগর, 25 মে : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত থেকে একটি পায়রাকে আজ ধরা হয়েছে । ওই পায়রা পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণপ্রাপ্ত বলে মনে করছেন আধিকারিকরা ।

তাঁরা জানান, ওই পায়রা একটি "কোডেড বার্তা" বহন করছিল । পাকিস্তান থেকে ভারতের দিকে আসার পরই হিরানগর সেক্টরের ময়নারি গ্রামের বাসিন্দারা তাকে ধরে ফেলে ।

পায়রাটির কাছে পাওয়া "কোডেড বার্তা" বোঝার জন্য কাজ শুরু করেছে সুরক্ষা সংস্থাগুলি । আজ এমনই জানালেন আধিকারিকরা ।

কাঠুয়ার সিনিয়র পুলিশ সুপার শৈলেন্দ্র মিশ্র বলেন, "গ্রামবাসীরা পায়রাটিকে ধরে গতকালই স্থানীয় থানায় হস্তান্তর করেছে । এর একটি পায়ে একটি রিং লাগানো ছিল । যার উপর কয়েকটি সংখ্যা লেখা । বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details