পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শেষযাত্রায় সুষমা - সুষমা স্বরাজ

প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ।

ফাইল ফোটো

By

Published : Aug 6, 2019, 11:22 PM IST

Updated : Aug 7, 2019, 3:08 PM IST

দিল্লি, 6 অগাস্ট : প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ । বয়স হয়েছিল 67 বছর । হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর ।

দিল্লির AIIMS- এর জরুরি বিভাগে প্রথমে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় ৷ খবর পেয়েই হাসপাতালে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন, নীতিন গড়কড়ি, পীযূষ গয়াল ও প্রহ্লাদ জোশী ৷

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রদ্ধা জানাচ্ছেন

BJP-র কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানান, শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বাসভবনেই রাখা হবে তাঁর মৃতদেহ ৷ এরপর বেলা 12টা নাগাদ নিয়ে যাওয়া হবে দলের সদর দপ্তরে ৷ সেখান থেকে বিকেল 3টে নাগাদ নিয়ে যাওয়া হবে লোধি রোড শ্মশানঘাটে ৷ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানাতে ভিড়

বেশ কয়েক মাস ধরেই শরীরটা ভালো ছিল না সুষমা স্বরাজের । অংশ নেননি লোকসভা নির্বাচনেও । কিন্তু, আগের মতোই সক্রিয় ছিলেন সোশাল মিডিয়ায় ৷ গতকাল মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই টুইট করতে দেখা যায় তাঁকে ৷

হাসপাতালে শায়িত সুষমা স্বরাজের মৃতদেহ

সকাল থেকে সুষমা স্বরাজের মৃতদেহকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বিশিষ্টজনরা ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সুষমা স্বরাজকে শ্রদ্ধা জানান ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, যোগগুরু রামদেব, তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, BSP নেত্রী মায়াবতী, কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি, BJP সাংসদ হেমা মালিনীসহ আরও অনেকে শ্রদ্ধা জানান প্রাক্তন বিদেশমন্ত্রীকে ৷

শ্রদ্ধা জানাচ্ছেন সোনিয়া গান্ধি

পূর্ব নির্ধারিত সূচি মেনে 12টার পর সুষমা স্বরাজের মরদেহ নিয়ে আসা হয় BJP-র সদর দপ্তরে ৷ মরদেহ দলীয় পতাকায় ঢেকে দেওয়া হয় ৷ একে একে শ্রদ্ধা জানান BJP নেতা, কর্মী ও সমর্থকরা ৷ তিনটে পাঁচ মিনিট নাগাদ দলের সদর দপ্তর থেকে সুষমা স্বরাজের মৃতদেহ তোলা হয় ৷ শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে মরদেহ ৷

Last Updated : Aug 7, 2019, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details