কলকাতা, 15 জুন : দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । চার দফা লকডাউন চলার পর ধীরে ধীরে খুলেছে সব । চালু হয়েছে একাধিক পরিষেবা । কিন্তু, সংক্রমণ য়েভাবে বেড়ে চলেছে তাতে অনেকেই ফের লকডাউন চাইছে । সোশাল মিডিয়ায় একটি সমীক্ষায় দেখা গেছে, কলকাতার 2 হাজার 500 বাসিন্দার মধ্যে 52 শতাংশই চান, এক মাসের জন্য সম্পূর্ণ লকডাউন করা হোক।
লোকাল সার্কেল একটি কমিউনিটি নির্ভর সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম । এর উপদেষ্টা পর্ষদের সদস্য নাদির গোদরেজ, আনন্দ মাহিন্দ্রা এবং আর সি ভার্গব। লোকাল সার্কেল সম্প্রতি সর্বাধিক কোরোনা সংক্রমিত দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদে লকডাউন নিয়ে শহরবাসীর মতামত জানতে একটি সমীক্ষা চালায়।