পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নজরদারি চলেছে হোয়াটসঅ্যাপে! কংগ্রেসের নিশানায় কেন্দ্র - Pegasus spyware news

হোয়াটসঅ্যাপে নজরদারির শিকার দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী এবং সমাজকর্মী ৷ মোবাইলে আড়ি পাতার জন্য ব্যবহার হয়েছে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ৷ স্পাইওয়্যারটি মোবাইলের অপারেটিং সিস্টেমে ঢুকে ব্যবহারকারীর ম্যাসেজ, কল এবং পাসওয়ার্ড জেনে নিতে পারে ৷ ফোনের মাইক্রোফোনে আড়ি পেতে ঘরের মধ্যে কথোপকথনও জেনে নিতে সক্ষম এই পেগাসাস ৷

হোয়াটসঅ্য়াপ

By

Published : Oct 31, 2019, 9:58 PM IST

দিল্লি , 31 অক্টোবর : সুরক্ষিত নয় হোয়াটসঅ্যাপ ! এই বছরে বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের উপর চলেছে নজরদারি ৷ অভিযোগ উঠেছে এক ইজরায়েলি সংস্থার বিরুদ্ধে ৷ দেশের একাধিক প্রবীণ সরকারি আধিকারিক, সাংবাদিক, আইনজীবী এবং সমাজকর্মীদের হোয়াটসঅ্যাপের উপর চলছে নজরদারি ৷

অভিযোগ, মে মাসে লোকসভা ভোটের সময়ে দু্​ই সপ্তাহ ধরে নজরদারি চলেছে ৷ মঙ্গলবার হোয়াটসঅ্যাপের মূল সংস্থা ফেসবুক ইজরায়েলি সাইবার সিকিউরিটি সংস্থা NSO-র বিরুদ্ধে মামলা করেছে । অভিযোগ , এই সংস্থাটি 20 টি দেশের 1400 হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সার্ভারে ছড়িয়ে দিয়েছে ম্যালওয়্যার ৷ মোবাইলের ভিতর দিয়ে আড়ি পাতার জন্য ব্যবহার হয়েছে পেগাসাস নামের একটি স্পাইওয়্যার ৷

নজরদারির নিশানায় ছিলেন নিহাল সিং রাঠৌর, পেশায় মানবাধিকার কর্মী ও আইনজীবী ৷ ভীমা-কোড়েগাঁও মামলায় একাধিক অভিযুক্তের হয়ে তিনি আদালতে লড়েছিলেন ৷ এছাড়াও নজরদারি চলেছে সমাজকর্মী বেলা ভাটিয়া, আইনজীবী ডিগ্রিপ্রসাদ চৌহান, মানবাধিকার কর্মী আনন্দ তেলতুম্বে, সাংবাদিক সিদ্ধান্ত সিবাল থেকে শুরু করে একাধিক সাংবাদিক ও সমাজকর্মীর উপর৷

NSO-র পক্ষ থেকেও জানানো হয়েছে পেগাসাস স্পাইওয়্যারটির লাইসেন্স শুধুমাত্র বৈধ কিছু সরকারি সংস্থাকে দেওয়া হয়েছে ৷ স্পাইওয়্যারটি মোবাইলের অপারেটিং সিস্টেমে ঢুকে ব্যবহারকারীর ম্যাসেজ, কল এবং পাসওয়ার্ড জেনে নিতে পারে ৷ ফোনের মাইক্রোফোনে আড়ি পেতে ঘরের মধ্যে কথোপকথনও জেনে নিতে সক্ষম এই পেগাসাস ৷ NSO-র এই স্পাইওয়্যারটি সন্ত্রাসবাদ ও অপরাধ দমনের কাজে ব্যবহার করা হয় ৷ অন্য যে কোনও নজরদারির কাজে এই স্পাইওয়্যারটির ব্যবহার নিষিদ্ধ ৷ NSO-র তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই স্পাইওয়্যার প্রযুক্তিটি মানবাধিকার রক্ষার জন্য প্রস্তুত হয়েছে ৷ স্পাইওয়্যারটি রাষ্ট্রসঙ্ঘ স্বীকৃত বিধি মেনেই প্রস্তুত হয়েছে বলে দাবি করে NSO ৷

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে নজরদারির শিকার হওয়া ব্যবহারকারীদের তালিকা প্রকাশ করা হয়নি ৷ তবে প্রত্যেককে জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে ৷ হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ তাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরালো করার কথাও জানিয়েছে ৷

কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ এদিন জানান যে হোয়াটসঅ্যাপে নাগরিকদের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে সরকার চিন্তিত ৷ সরকারের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলেও জানান রবিশংকর প্রসাদ ৷ তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের তরফে আগামী সোমবারের মধ্যে হোয়াটসঅ্যাপকে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে ৷

অন্যদিকে হোয়াটসঅ্যাপে নজরদারি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস ৷ সুর চড়িয়েছে সরকারের বিরুদ্ধে ৷ সুপ্রিম কোর্টকে ঘটনাটি খতিয়ে দেখার জন্য আবেদন করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা এদিন টুইট করেন , 'মোদি সরকার আড়ি পাতছে ৷ ঘটনাটি আতঙ্কের হলেও আশ্চর্যজনক নয় ৷ BJP সরকার আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করার জন্য বারবার চেষ্টা চালাচ্ছে ৷ রাষ্ট্রীয় সুরক্ষা পরিকাঠামোর নামে এই নজরদারি চলতেই থাকবে যদি না সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে ৷ সুপ্রিম কোর্টের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে BJP সরকারকে নোটিশ পাঠানো প্রয়োজন ৷ "

ABOUT THE AUTHOR

...view details