ত্রিসুর, 20 জুলাই : ব্যক্তির পেটের ভিতর থেকে মিলল অপারেশনের কাজে লাগে এমন একজোড়া কাঁচি । কেরালার ত্রিসুরের কোরকেনচেরি এলাকার ঘটনা ।
জোসেফ পল । দু'মাস আগে তাঁর অগ্ন্যাশয়ের অপারেশন হয়েছিল ত্রিসুর মেডিকেল কলেজ ও হাসপাতালে । কিন্তু, বাড়ি ফেরার পর থেকেই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয় । তিনি ফের চিকিৎসকের পরামর্শ নেন । তলপেটের আলট্রা সাউন্ড স্ক্যানও করান । কিন্তু ব্যথা না কমায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ নেন । চিকিৎসকরা তাঁকে কয়েকটি পরীক্ষা করতে বলেন । সেই পরীক্ষায় ধরা পড়ে, তাঁর পেটে একজোড়া কাঁচি রয়েছে । এইধরনের কাঁচি বিভিন্ন অপারেশনের কাজে ব্যবহার করা হয় ।