দিল্লি, 23 সেপ্টেম্বর : কোরোনায় মৃত্যু হল রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুরেশ অঙ্গাড়ির ৷ দিল্লির AIIMS-এ ভরতি ছিলেন তিনি ৷ প্রায় দুই সপ্তাহ আগে তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছিল৷ তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি ৷ এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কোনও কেন্দ্রীয় মন্ত্রীর ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল 65 বছর ৷ সেপ্টেম্বরের 11 তারিখে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ তাঁর শারীরিক অবস্থার দেখাশোনার দায়িত্বে ছিল ডাক্তারদের একটি দল ৷ সেই দলের প্রধান ছিলেন AIIMS-এর মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ নীরজ নিশ্চল ৷
সুরেশ অঙ্গাড়ির জন্ম 1955 সালের 1 জুন ৷ কর্নাটকের বেলগাউম জেলার BJP নেতা হিসেবেই রাজনৈতিক জীবনের আত্মপ্রকাশ ৷ দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের বিভিন্ন পদের দায়িত্ব সামলেছেন তিনি ৷ 1996 সালে বেলগাউম জেলার BJP-র সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি ৷ 2004 ও 2009 সালের লোকসভা নির্বাচনে পর পর দু'বার সাংসদ নির্বাচিত হন ৷ 2014 সালে তিনি তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছিলেন ৷ একই সালে BJP কেন্দ্রে ক্ষমতায় আসে ৷ 2019 সালেও লোকসভা নির্বাচনে তিনি জয়ী হন । তারপরই তাঁকে রেল মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী করা হয় ৷ আজ সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর পাওয়া যায় ৷
ইতিমধ্যেই টুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিভিন্ন নেতা-মন্ত্রীরা ৷ প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "সুরেশ আঙ্গাড়ি ছিলেন একজন অনন্য ব্যক্তিত্ব ৷ কর্নাটকে দলকে শক্তিশালী করতে কঠোর পরিশ্রম করেছেন ৷ তিনি একজন নিষ্ঠাবান সাংসদ ও পরিশ্রমী মন্ত্রী ছিলেন ৷ তাঁর মৃত্যুতে আমি শোকাহত ৷ তাঁর পরিবার ও আত্মীয় স্বজনদের প্রতি আমার সমবেদনা ৷ ওম শান্তি ৷"