সুরাত, 16 জুন : বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মাস্ক অত্যাবশ্যকীয় পণ্যে পরিণত হয়েছে। তাই সুরাতের একটি কম্পানি আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে তৈরি করল ওয়াটারপ্রুফ মাস্ক। এই মাস্কে একদিকে যেমন ভাইরাস রোধ করা যাবে, অন্যদিকে বৃষ্টির সঙ্গে যে বিভিন্ন রোগ দেখা যায়, তাও রোধ করবে।
দেশের পাঁচটি সর্বাধিক কোরোনা আক্রান্ত রাজ্যের মধ্যে অন্যতম গুজরাত। এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যেই গুজরাতে পৌঁছেছে, যার ফলে শুরু হয়েছে বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বাসিন্দাদের মনে কোরোনার পাশাপাশি অন্যান্য জল বাহিত রোগে আক্রান্ত হওয়ার ভয় বৃদ্ধি পেয়েছে।
বৃষ্টিপাত শুরু হওয়ায় দেখা যায়, মাস্ক ভিজে যাচ্ছে। এর ফলে সংক্রমণ রোধ করা তো দূরের কথা, উলটে অন্যান্য রোগেও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে ভেজা মাস্ক। এই পরিস্থিতিতে সুরাতের একটি সংস্থা এমন একটি মাছ বানিয়েছেন, যা কেবল জল নিরোধকই নয়, রক্ত, তেল বা অন্যান্য তরলের প্রবেশ নিরোধ করতে সক্ষম। এই মাস্কগুলি অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল মাস্ক, যার বর্তমানে বাজারে বিপুল চাহিদা।