দিল্লি, 20 জানুয়ারি : নির্ভয়া মামলায় দোষী পবন কুমারের স্পেশাল লিভ পিটিশনের শুনানি আজ সুপ্রিম কোর্টে । দিল্লির ওই প্যারামেডিকেল ছাত্রীকে গণধর্ষণের সময়ে নাবালক ছিল পবন । এই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 17 জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মৃত্যুদণ্ডে দণ্ডিত ওই অপরাধী।
স্কুলের নথি অনুযায়ী পবনের জন্ম 8 অক্টোবর, 1996 । কিন্তু এই নথিকে ভুয়ো বলে জানিয়ে দেয় দিল্লি হাইকোর্ট । এরপরেই পবনের আইনজীবী এপি সিং হাইকোর্টের এই রায়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ।
আরও পড়ুন : নাবালকত্ব প্রমাণ করতে সুপ্রিম কোর্টে নির্ভয়াকাণ্ডে দোষী পবন
সুপ্রিম কোর্টে আজ বিচারপতি আর ভানুমতী নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে । নির্ভয়া ধর্ষণের অপর এক দোষী মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আবেদন আগেই খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ এদিকে দিল্লি আদালত ইতিমধ্যে ফাঁসির তারিখ জানিয়ে দিয়েছে ।
পবন কুমারের নাবালকত্ব প্রমাণের শুনানি নিয়ে মুখ খুলেছেন নির্ভয়ার মা । এর আগেও মৃত্যুদণ্ডে ইচ্ছাকৃতভাবে দেরি করানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন তিনি । আজ তিনি ফের বলেন, " এটা শুধুমাত্র ফাঁসির আদেশে দেরি করার জন্যই করা হচ্ছে । ওর পিটিশন 2013 সালেই খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট । আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদনও খারিজ করা হয়েছিল । ও শুধু সময় নষ্ট করতে চাইছে । সমস্ত দোষীদের 1 ফেব্রুয়ারি ফাঁসি হতেই হবে ।"