দিল্লি, 17 মে : শীর্ষ আদালতের রায়ে ধাক্কা খেলেন কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার । আজ রাজীব কুমারকে গ্রেপ্তারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল সুপ্রিম কোর্ট । মামলা সংক্রান্ত শুনানিতে শীর্ষ আদালত জানায়, প্রাক্তন এই পুলিশকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে CBI । তবে আইনি পরামর্শের জন্য রাজীব কুমার সাতদিন সময় পাবেন । অর্থাৎ, এই সাতদিন বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি । আজকের নির্দেশের পর 7 দিনের মধ্যে অন্তবর্তীকালীন জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার ।
শীর্ষ আদালতের কাছে কলকাতার প্রাক্তন নগরপালকে গ্রেপ্তার করে CBI নিজেদের হেপাজতে নিয়ে জেরা করার আবেদন করে । CBI আদালতকে জানায়, চিটফান্ড-কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন রাজীব । এমনকী, সারদা মামলার তদন্তের প্রমাণ নষ্ট করার ক্ষেত্রে নিজের প্রভাব খাটিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার । রাজীবকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলেই চিটফান্ড তদন্তের সমস্ত তথ্য পাওয়া যেতে পারে বলে আদালতে জানান CBI আধিকারিকরা ।