দিল্লি, 13 নভেম্বর : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতিরা কি তথ্য জানার অধিকার আইন (RTI)-এর আওতার পড়বেন ? আজ এই বিষয়ে চূড়ান্ত রায় দিতে চলেছে শীর্ষ আদালত ৷ সংশ্লিষ্ট পদগুলি তথ্য জানার অধিকার আইনের আওতাভুক্ত হলে বিচারপতিদের নিয়োগ, তাঁদের সম্পত্তির খতিয়ানসহ আরও একাধিক বিষয়ে তথ্য জানা যাবে ৷
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ আজ এই মামলার রায় দান করবেন ৷ এই বেঞ্চে রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন এন ভি রামন, ডি ওয়াই চন্দ্রচূড়, দীপক গুপ্তা এবং সঞ্জীব খান্না ৷ এর আগে 2010 সালে দিল্লি হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় রায়ে ভারতের প্রধান বিচারপতির পদকে তথ্য জানার অধিকার আইনের আওতায় আনার নির্দেশ দেয় ৷ দিল্লি হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্ট মামলা করে সুপ্রিম কোর্ট প্রশাসন ৷
তথ্য জানার অধিকার কর্মী সুভাস চন্দ্র আগরওয়ালের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টের আবেদনের বিরোধিতা করেন আইনজীবি প্রশান্ত ভূষণ ৷ তিনি বলেন, "বিচার ব্যবস্থা একাধিক সময় বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রকাশের নির্দেশ দিয়ে স্বচ্ছতা সামনে এনেছে ৷ তবে বিচার ব্যবস্থার নিজস্ব ক্ষেত্রে কেন এই স্বচ্ছতা আনতে পারছে না ?" পাশাপাশি তাঁর মত, বিচারপতিরা তথ্য জানার অধিকার আইনের আওতায় এলে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে ৷