দিল্লি, ১৭ মে : কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করে CBI জেরা করতে পারবে কি না সেই বিষয়ে আজই রায় দেবে সুপ্রিম কোর্ট । আজ সকাল 10টার সময় সারদা-কাণ্ডে রাজীব কুমারের জড়িত থাকার মামলা নিয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট ।
পাশাপাশি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-র নেতৃত্বে গঠিত বেঞ্চ জানাবে, আদৌও কলকাতার প্রাক্তন নগরপাল ভুয়ো অর্থলগ্নি সংস্থার তদন্তে CBI-কে কোনও অসহযোগিতা করেছেন কি না । এবং তা আদালত অবমাননার সামিল কি না তাও জানাবে শীর্ষ আদালত । তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হলেও আজ নির্দেশ পড়ে শোনাবেন অবকাশকালীন বেঞ্চের সদস্য বিচারপতি সঞ্জীব খান্না ।
রায় ঘোষণা হবে বলে গতকাল সকাল সাড়ে 11টা নাগাদ দিল্লি এসে পৌঁছান রাজীব কুমার । কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে, সারদা চিটফান্ডকাণ্ডে গঠিত 'SIT'-র দায়িত্বে ছিলেন রাজীব, তাই তাঁকে নিজেদের হেপাজতে নিয়ে জেরা করতে চায় CBI । যদিও বেঞ্চের কাছে প্রাক্তন নগরপাল জানিয়েছিলেন, CBI তাঁকে হয়রান করার উদ্দেশ্যেই হেপাজতে নিয়ে জেরা করতে চাইছে ।
ইতিমধ্যে, গত বুধবার নির্বাচন কমিশন রাজীব কুমারকে CID (ADG) পদ থেকে অপসারণ করেছে । গতকাল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট দেওয়ার নির্দেশও দেয় কমিশন । সেই অনুযায়ী, গতকাল সকালে দিল্লি পৌঁছে স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে রিপোর্ট জমা করেছেন রাজীব ।