পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টে, আজ শুনানি

10 জানুয়ারি উপত্যকায় ইন্টারনেট ও অন্যান্য বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । এবার 370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল একাধিক রাজনৈতিক দল ৷ আজ থেকে শুরু হবে এই মামলার শুনানি ৷

Article 370
জম্মু ও কাশ্মীর

By

Published : Jan 22, 2020, 9:49 AM IST

দিল্লি, 22 জানুয়ারি : সংবিধানের 370 ধারার প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ বিচারপতি এন ভি রমনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ওই আবেদনগুলির শুনানি হবে ৷

370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ফিরলেও সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ৷

এর আগেই 10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷

আরও পড়ুন : পুলওয়ামায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, শহিদ জওয়ান ও SPO

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, "ইন্টারনেট বাক-স্বাধীনতার অংশ । তা এতদিন বন্ধ করে রাখতে পারে না সরকার । মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে এলাকার মানুষদের ।"

এবার 370 ধারা প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ন্যাশনাল কনফারেন্স ও জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স ৷ পিটিশন জমা দিয়েছিলেন CPI(M) নেতা মহম্মদ ইউসুফ তারিগামিও ৷ জমা হওয়া ওই পিটিশনগুলির প্রেক্ষিতেই আজ সুপ্রিম কোর্টে শুনানি ৷

ABOUT THE AUTHOR

...view details