দিল্লি, 22 জানুয়ারি : সংবিধানের 370 ধারার প্রত্যাহারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন জমা পড়েছিল ৷ বিচারপতি এন ভি রমনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ওই আবেদনগুলির শুনানি হবে ৷
370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীরে বন্ধ ছিল ইন্টারনেট ৷ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ব্রডব্যান্ড পরিষেবা ফিরলেও সাধারণ মানুষের জন্য এখনও বন্ধ রয়েছে ইন্টারনেট ৷
এর আগেই 10 জানুয়ারি উপত্যকায় প্রত্যেক বিধিনিষেধ সংক্রান্ত রিভিউয়ের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে । উপত্যকায় বিধিনিষেধ খতিয়ে দেখে তা পুনর্বিবেচনা করতে জম্মু-কাশ্মীর প্রশাসনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত ৷ এক সপ্তাহের মধ্যে সব বিধিনিষেধ পুনর্বিবেচনা করে তা প্রকাশ করতে বলেছিল ৷