পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 6, 2019, 2:58 PM IST

ETV Bharat / bharat

UAPA সংশোধনীকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা, কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

সজল অবস্থি এবং অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশ ফর সিভিল রাইটস (APCR) নামে NGO-র করা আবেদনের ভিত্তিতেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি অশোক মিশ্রর বেঞ্চ কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে ৷ শীর্ষ আদালতের কাছে আবেদনে জানানো হয়েছে, সংশোধিত সন্ত্রাস-দমন আইনে ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷

সুপ্রিম কোর্ট

দিল্লি, 6 সেপ্টেম্বর : সংশোধিত সন্ত্রাস-দমন আইন (UAPA) অনুযায়ী সন্দেহজনক যে কোনও ব্যক্তিকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করা যাবে ৷ সংশোধিত UAPA-র এই ক্ষমতাকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে ৷ আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ৷

সজল অবস্থি এবং অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশ ফর সিভিল রাইটস (APCR) নামে NGO-র করা আবেদনের ভিত্তিতেই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি অশোক মিশ্রর বেঞ্চ কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে ৷ শীর্ষ আদালতের কাছে আবেদনে জানানো হয়েছে, সংশোধিত সন্ত্রাস-দমন আইনে ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে ৷ সেইসঙ্গে ব্যক্তির সুনাম রক্ষা করার অধিকারকেও ক্ষুণ্ণ করা হয়েছে ৷

আরও পড়ুন : INX মিডিয়া মামলায় তিহারেই যেতে হল চিদম্বরমকে

আজ সুপ্রিম কোর্টের বেঞ্চের কাছে করা আবেদনে বলা হয়, UAPA, 2019-র আওতায় সন্ত্রাসবাদ রোধের আড়ালে বিরুদ্ধ মতপ্রকাশের স্বাধীনতার উপরও পরোক্ষে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ উল্লেখ্য দিন কয়েক আগেই এই আইনকে কাজে লাগিয়ে হাফিজ় সইদ ও দাউদ ইব্রাহিমকে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেছে ভারত সরকার ৷

চলতি বছরের জুলাইয়ে সংশোধিত সন্ত্রাস দমন আইনের সংস্করণ সংসদে পাশ হয় ৷ আইনে বলা হয়, সংগঠনের পাশাপাশি কোনও ব্যক্তিকে সন্দেহের বশে চিহ্নিত করতে পারবে সরকার ৷ সংশ্লিষ্ট ব্যক্তি কোনওরকম সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত রয়েছে বলে সন্দেহ হলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (NIA) রাজ্যের বিনা অনুমতিতেই তার সম্পত্তি দখল করতে পারবে ৷

ABOUT THE AUTHOR

...view details