পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জামিন পাবেন চিদম্বরম ? আজ শুনানি - আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি ।

ফাইল ফোটো

By

Published : Aug 26, 2019, 8:04 AM IST

Updated : Aug 26, 2019, 9:37 AM IST

দিল্লি, 26 অগাস্ট : আজ সুপ্রিম কোর্টে পি চিদম্বরমের আগাম জামিনের মামলার শুনানি । INX দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রয়েছেন CBI হেপাজতে । এর আগে দিল্লি হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় । এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গেছেন চিদম্বরমের আইনজীবীরা ।

শুক্রবার ED-র দায়ের করা আর্থিক তছরুপের মামলায় শুনানি হয় । সেক্ষেত্রেও অবশ্য রক্ষাকবচ দেওয়া হয় প্রাক্তন অর্থমন্ত্রীকে । ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সোমবার (আজ) পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না তাঁকে । এই সংক্রান্ত মামলার শুনানিও হবে আজ ।

সেইসঙ্গে বিচারপতি আর ভানুমতি ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চে আজ আরও একটি মামলা উঠতে পারে । এই ক্ষেত্রে মামলাটি দায়ের করা হয়েছে চিদম্বরমের পক্ষ থেকে । তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছিলেন । আজ সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : CBI হেপাজতেই চিদম্বরম, সোমবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারবে না ED

আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে চিদম্বরম সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন । কিন্তু, শীর্ষ আদালত তাঁর বক্তব্য শোনেনি । এদিকে, 21 অগাস্ট রাতেই গ্রেপ্তার করা হয় তাঁকে । এতে 'নির্দোষ' চিদম্বরমের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা ।

এই সংক্রান্ত আরও খবর :সোমবার পর্যন্ত চিদম্বরমকে CBI হেপাজতের নির্দেশ আদালতের

শুক্রবার ED-র হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । বলেন, "চিদম্বরম ও তাঁর সহকর্মীরা অনেক চিৎকার করছেন, বলছেন এটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা । কিন্তু, আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা বিশাল বড় আর্থিক তছরুপের ঘটনা ।" তিনি আরও বলেন, "CBI ইন্দ্রাণী মুখার্জির (INX মিডিয়া কো-ফাউন্ডার) বক্তব্য রেকর্ড করেছে । তিনি জানিয়েছেন, স্বামীর সঙ্গে চিদম্বরমের কাছে FIPB (ফরেন ইনভেস্টমেন্ট প্রোমোশন বোর্ড)-এর অনুমতির জন্য গেছিলেন । তিনি (চিদম্বরম) বলেছিলেন, "আমার ছেলেকে (কার্তি চিদম্বরম) দেখো ।"

এই সংক্রান্ত আরও খবর :নিজের হাতে উদ্বোধন, সেই CBI দপ্তরেই রাত কাটল চিদম্বরমের !

INX দুর্নীতি মামলায় CBI প্রথম FIR দায়ের করে 2017 সালের 15 মে । অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে ৷ 2017-তেই তাঁর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED । যদিও চিদম্বরম বারবার জানিয়েছিলেন, তিনি নির্দোষ । তবে, তাঁর দাবি ধোপে টেকেনি ।

এই সংক্রান্ত আরও খবর : INX দুর্নীতি মামলায় কোন পথে গ্রেপ্তার পি চিদম্বরম

অবশেষে নানা টালবাহানার পর বুধবার রাতে চিদম্বরমকে গ্রেপ্তার করেন CBI আধিকারিকরা । বৃহস্পতিবার তাঁকে বিশেষ আদালতে তোলা হয় । আদালতে সোমবার পর্যন্ত CBI হেপাজতের নির্দেশ দেয় ।

এই সংক্রান্ত আরও খবর : চিদম্বরমকে গ্রেপ্তার করল CBI, আগামীকাল আদালতে পেশ

Last Updated : Aug 26, 2019, 9:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details