দিল্লি, 18 জুন : পুরীর রথযাত্রায় অনুমতি দিল না সুপ্রিম কোর্ট । জনগণের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । বিচারপতিরা বলেন, এবছর রথযাত্রায় অনুমতি দিলে জগন্নাথ দেবও ক্ষমা করবেন না । কোরোনা সংক্রমণের মাঝে এমন জন সমাবেশ হতে পারে না ।
কয়েকদিন আগেই পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন । তারা পিটিশনে জানিয়েছিল, রথযাত্রায় 10 লাখেরও বেশি মানুষের সমাগম হয় । অনুষ্ঠান চলে 10 থেকে 12 দিন । এবছর রথযাত্রায় অনুমতি দেওয়া হলে লাখ লাখ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হবে । তারা আরও জানায়, রথযাত্রায় অনুমতি দিলে তা রাজ্য সরকারের নির্দেশিকার বিরোধিতা করা হবে ।