পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুনর্বিবেচনার আর্জি খারিজ, ফাঁসির সাজা বহাল নির্ভয়ার অপরাধীর - New SC bench to hear Nirbhaya physical harassment

আর ভানুমতী, অশোক ভূষণ ও এস এ বোপান্নার তিন বিচারপতির বেঞ্চে নির্ভয়া মামলায় দোষী অক্ষয়কুমার সিংয়ের শাস্তির পুনর্বিবেচনার আর্জি ছিল সুপ্রিম কোর্টে । সেই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত । বহাল থাকল অক্ষয় কুমার সিংয়ের ফাঁসির সাজা ।

SC
ছবি

By

Published : Dec 18, 2019, 10:48 AM IST

Updated : Dec 18, 2019, 1:53 PM IST

দিল্লি, 18 ডিসেম্বর : নির্ভয়া মামলায় দোষী সাব্যস্ত অক্ষয় কুমার সিংয়ের শাস্তির পুনর্বিবেচনার আর্জি শুনছে সুপ্রিম কোর্ট । আজ আর ভানুমতী, অশোক ভূষণ ও এস এ বোপান্নার তিন বিচারপতির বেঞ্চে এই আর্জির শুনানি চলছে ।

  • অক্ষয় কুমার সিংয়ের ফাঁসির সাজা বহাল রাখল শীর্ষ আদালত ।
  • পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট ।
  • অক্ষয় কুমারের আইনজীবী জানায়, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে চায় অক্ষয় । সেজন্য তিন সপ্তাহের সময় চাওয়া হয় । এর প্রেক্ষিতে সলিশিটর জেনেরাল তুষার মেহতা বলেন, পুনর্বিবেচনা ও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানাতে এক সপ্তাহ সময় দেওয়া যেতে পারে । আদালত জানিয়ে দেয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাণভিক্ষার আর্জি জানাতে পারেন । এখন সবার দৃষ্টি পাতিয়ালা হাউজ় কোর্টে । যেখানে নির্ভয়া মামলার অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার আবেদনের শুনানি হবে দুপুর দুটোয়।
  • দুপুর 1টা নাগাদ পুনর্বিবেচনার রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট ।
  • তুষার মেহতা বলেন, এই ধরনের ঘটনায় কোনও ক্ষমা হয় না ।
  • সলিশিটর জেনেরাল তুষার মেহতা অপরাধীর বিরুদ্ধে সওয়াল শুরু করেন ।
  • অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী বলেন, ধর্ষকরা জন্মায় না । সমাজ তৈরি করে ।
  • এ পি সিংয়ের সওয়াল, ভুয়ো রিপোর্ট তৈরি করা হয়েছিল। অক্ষয় কুমার সিংকে এই মামলায় ফাঁসানো হয়েছে । সমস্ত দিক সাজিয়ে পরিকল্পনামাফিক তাকে ফাঁদে ফেলা হয়েছে ।
  • এ পি সিং বলেন, প্রথম বয়ানে নির্যাতিতা অভিযুক্ত হিসেবে কারও নাম নেয়নি । মৃত্যুর কারণ সেপটিসেমিয়া ও অতিরিক্ত মাদক ।
  • এ পি সিং বলেন,নির্যাতিতার বয়ান নিয়ে সন্দেহ রয়েছে । এটি শেখানো । নিজস্ব বয়ান ছিল না । এমনকী নির্যাতিতা অক্ষয়ের নামও নেয়নি ।
  • আইনজীবী এ পি সিংয়ের সওয়াল, দেশ থেকে মৃত্যুদণ্ড তুলে দেওয়া উচিত । অক্ষয়কে এই মামলায় ফাঁসানো হয়েছে ।
  • অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী এ পি সিংয়ের সওয়াল, অক্ষয় একজন নিরীহ ও গরিব মানুষ ।
  • নির্ভয়া মামলার অন্যতম সাক্ষী অমরিন্দর পান্ডের বয়ানের উপর প্রশ্ন তুলেছেন অক্ষয় কুমার সিংয়ের আইনজীবী এ পি সিং । তিনি বলেন, এই মামলায় সাক্ষীর জমা করা তথ্য-প্রমাণ নির্ভরযোগ্য নয়।

গতকাল শুনানি শুরুও হয়েছিল তিন বিচারপতির বেঞ্চে ৷ কিন্তু কিছুক্ষণ পর তা স্থগিত হয়ে যায় ৷ প্রধান বিচারপতি এসএ বোবদে ব্যক্তিগত কারণে বেঞ্চ থেকে সরে যান ৷ নির্ভয়ার পরিবারের হয়ে সওয়াল করতে এসেছিলেন তাঁর ভাইপো অর্জুন বোবদে। তাই প্রধান বিচারপতি নিজেকে সরিয়ে নেন বলে জানা গেছে। তিনি জানান, নতুন বেঞ্চে মামলার শুনানি হবে ৷

পেরিয়ে গেছে সাত বছর ৷ 2012 সালের 16 ডিসেম্বর যুবতি গণধর্ষণে অপরাধী সাব্যস্ত হয়েছে চার জনই ৷ গণধর্ষণ করে দিল্লিতে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছিল নির্ভয়াকে । সেই ঘটনায় ছ’জন অভিযুক্তের মধ্যে চার জনের বিরুদ্ধে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডের রায় ঝুলছে । রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছিল । আজ সুপ্রিম কোর্টে সেই আবেদনেরই শুনানি ।

Last Updated : Dec 18, 2019, 1:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details