দিল্লি ও কলকাতা, 18 জুন : সরকারি হাসপাতালে ডাক্তারদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন । দ্রুত শুনানির আর্জিও করা হয়েছিল । সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট । ডাক্তারদের নিরাপত্তা জরুরি, একথা স্বীকার করে নিয়ে আজ শীর্ষ আদালত জানায়, কলকাতায় ডাক্তারদের কর্মবিরতি উঠে গেছে । সেহেতু জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন নেই । অবকাশকালীন ছুটির পর যথোপযুক্ত বেঞ্চে আবেদনটি তালিকাভুক্ত করার নির্দেশও দেয় বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ ।
এবিষয়ে আবেদনকারীদের তরফে একজন জানান, ডাক্তারদের নিরাপত্তা যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেকথা স্বীকার করে নিয়েছেন বিচারপতিদ্বয় । সঙ্গে তাঁরা এও জানিয়েছেন, এনিয়ে দ্রুত শুনানির প্রয়োজন নেই । আবেদন নিয়ে বিচারপতিরা বলেন, "ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে যে আবেদন জমা পড়েছে তা আমরা শুনতে রাজি হয়েছি । কিন্তু, কর্মবিরতি প্রত্যাহার করেছেন ডাক্তাররা । তাই এখনই শুনানির প্রয়োজন নেই ।"
এই সংক্রান্ত খবর :NRS-র ঘটনার জের, সরানো হল আউটপোস্টের OC-কে