পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দূষণ কমেনি, সুপ্রিম কোর্টে সমালোচনার মুখে জোড়-বিজোড় আইন - delhi pollution latest news

পরপর দু'দিন প্রধানমন্ত্রীর দপ্তরে যৌথ বৈঠক হল পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি সরকারের ৷ রাজধানীতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে এদিন বেশ কিছু স্বল্পমেয়াদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ বৈঠক শেষে এমনটাই জানান প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যসচিব পি কে মিশ্র ৷ এদিকে কেজরিওয়ালের জোড় বিজোড় আইনকে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷ জোড় বিজোড় আইনের পরিবর্তে দীর্ঘমেয়াদি কোনও সমাধানের জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

সুপ্রিম কোর্টে সমালোচনার মুখে কেজরিওয়ালে জোড় বিজোড় আইন

By

Published : Nov 5, 2019, 9:05 AM IST

Updated : Nov 5, 2019, 12:37 PM IST

দিল্লি, 5 নভেম্বর : দূষণ নিয়ন্ত্রণে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি সরকারের সঙ্গে গতকাল যৌথ বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর ৷ দূষণ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ আলোচনা হয় ফসলের বাড়তি অংশকে পোড়ানো ঘিরেও ৷ ফসলের বাড়তি অংশকে পোড়ানো এবং তার উপর জল ছিটিয়ে দেওয়ার ফলে রাজধানী সহ পঞ্জাব, হরিয়ানার আকাশে দূষণ বাড়ছে বলেও বলা হয় ৷

দিল্লিতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে এদিন বেশ কিছু স্বল্পমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ পরপর দু'দিনের এই বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যসচিব পি কে মিশ্র ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে গ্রহণ করা হবে ৷

ফসলের বাড়তি অংশকে পোড়ানো বন্ধ করতে গত 24 ঘন্টায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিপোর্টও চাওয়া হয়েছে পঞ্জাব ও হরিয়ানা সরকারের কাছে ৷ পঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং এদিন বৈঠকে অংশগ্রহণকারী সকলকে আশ্বস্ত করেন ৷ বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়গুলির উপর নজর রাখছেন ৷ তাঁকে সহযোগিতা করছেন বিভিন্ন জেলার ডেপুটি কমিশনাররা ৷ পাশাপাশি তিনি এও বলেন, যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ হরিয়ানার মুখ্যসচিব কেসনি আনন্দ অরোরাও জানান যে, সরকারের তরফে দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ 24 ঘন্টা ধরে চলছে নজরদারি ৷ দিল্লির মুখ্যসচিব বিজয় দেবও জানান, রাজধানীতে আবর্জনা পোড়ানোর দিকেও বিশেষ নজর রাখছে কেজরিওয়াল সরকার ৷ মোটা অঙ্কের জরিমানাও করা হচ্ছে আইন ভঙ্গকারীদের ৷


জাতীয় পরিবেশ আদালত (NGT)-এর তরফে এদিন জানানো হয়, সমস্ত নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে ৷ নির্মাণকর্মীরা বেকার হয়ে বসে আছেন ৷ বিরাট অঙ্কের বরাদ্দ অর্থ অব্যবহৃত থেকে যাচ্ছে ৷ দিল্লির মুখ্যসচিব আজ জাতীয় পরিবেশ আদালত (NGT)-কে জানান, দূষণ মোকাবিলায় যেসমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় ৷ আমাদের আরও পদক্ষেপ নিতে হবে ৷ কোথাও আবর্জনা পোড়ানো হলে আপনারা আমাদেরও জানাতে পারেন ৷ আমরা অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব ৷

তাজমহলের প্রবেশদ্বারে দু'টি এয়ার পিউরিফায়ার বসানো হয়েছে ৷ প্রতিটি এয়ার পিউরিফায়ার 8 ঘন্টায় 15 লক্ষ কিউবিক মিটার বাতাস শোধন করতে পারে ৷

দীপাবলীর দিন থেকেই গাঢ় ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন রাজধানীর আকাশ ৷ আজও সূচক ছিল বিপজ্জনক ৷ সকাল প্রায় সাড়ে চারটে নাগাদ দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল 438 ৷ সর্বাধিক ছিল আলিপুর (493), নারেলা (486) এবং বাওয়ানা (472) ৷ গাজিয়াবাদে ছিল 392 ৷ নয়ডায় 394 ৷ হরিয়ানার গুরুগ্রামে 396 ৷ এদিকে কেজরিওয়ালের জোড় বিজোড় আইনকে সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷ জোড় বিজোড় আইনের পরিবর্তে দীর্ঘমেয়াদি কোনও সমাধানের জন্য বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে ৷

Last Updated : Nov 5, 2019, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details