দিল্লি, 5 নভেম্বর : দূষণ নিয়ন্ত্রণে পঞ্জাব, হরিয়ানা ও দিল্লি সরকারের সঙ্গে গতকাল যৌথ বৈঠকে বসে প্রধানমন্ত্রীর দপ্তর ৷ দূষণ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে ৷ আলোচনা হয় ফসলের বাড়তি অংশকে পোড়ানো ঘিরেও ৷ ফসলের বাড়তি অংশকে পোড়ানো এবং তার উপর জল ছিটিয়ে দেওয়ার ফলে রাজধানী সহ পঞ্জাব, হরিয়ানার আকাশে দূষণ বাড়ছে বলেও বলা হয় ৷
দিল্লিতে বাড়তে থাকা দূষণের কথা মাথায় রেখে এদিন বেশ কিছু স্বল্পমেয়াদী সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷ পরপর দু'দিনের এই বৈঠকে এমনটাই জানান প্রধানমন্ত্রীর দপ্তর মুখ্যসচিব পি কে মিশ্র ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় দীর্ঘমেয়াদী সিদ্ধান্তগুলি পরবর্তী সময়ে গ্রহণ করা হবে ৷
ফসলের বাড়তি অংশকে পোড়ানো বন্ধ করতে গত 24 ঘন্টায় কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই রিপোর্টও চাওয়া হয়েছে পঞ্জাব ও হরিয়ানা সরকারের কাছে ৷ পঞ্জাবের মুখ্যসচিব করণ অবতার সিং এদিন বৈঠকে অংশগ্রহণকারী সকলকে আশ্বস্ত করেন ৷ বলেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়গুলির উপর নজর রাখছেন ৷ তাঁকে সহযোগিতা করছেন বিভিন্ন জেলার ডেপুটি কমিশনাররা ৷ পাশাপাশি তিনি এও বলেন, যারা বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ভাঙছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ হরিয়ানার মুখ্যসচিব কেসনি আনন্দ অরোরাও জানান যে, সরকারের তরফে দূষণ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ৷ 24 ঘন্টা ধরে চলছে নজরদারি ৷ দিল্লির মুখ্যসচিব বিজয় দেবও জানান, রাজধানীতে আবর্জনা পোড়ানোর দিকেও বিশেষ নজর রাখছে কেজরিওয়াল সরকার ৷ মোটা অঙ্কের জরিমানাও করা হচ্ছে আইন ভঙ্গকারীদের ৷