পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে শিক্ষা মিত্র শূন্যপদে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট - পার্শ্বশিক্ষক

উত্তরপ্রদেশে শিক্ষা মিত্র পদে যারা পরীক্ষা দিয়েছিলেন, সেই 37,349 টি শূন্যপদে নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

Supreme court
Supreme court

By

Published : Jun 9, 2020, 6:08 PM IST

দিল্লি, 9 জুন : উত্তরপ্রদেশে প্রায় 38 হাজার শিক্ষা মিত্রের শূন্য পদ পূরণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে 21 মে বিচারপতি ইউ. ইউ ললিতের বেঞ্চ রাজ্য প্রাথমিক শিক্ষা অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা পার্শ্বশিক্ষকের আবেদনের ভিত্তিতে একটি নোটিস জারি করে।

আজ বিচারপতি এম এম সান্তনা গৌড়ার নেতৃত্বাধীন বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে 37,349 শিক্ষা মিত্র পদ পূরণের নির্দেশ দেয়। এই পদে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে থেকেই শূন্য পদ পূরণের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে তরফ থেকে বলা হয়, বাকি রাজ্যগুলির শূন্য পদ পূরণ করা রাজ্যের দায়িত্ব না হলেও ফর্ম ফিল আপের মতো পদক্ষেপ করাই যেতে পারে।

গত 21 মে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন বেঞ্চ 69 হাজার পার্শ্বশিক্ষক নিয়োগ সংক্রান্ত রাজ্য প্রাথমিক শিক্ষা অ্যাসোসিয়েশনের তরফে করা আবেদনের ভিত্তিতে নোটিস জারি করেছিল।

ABOUT THE AUTHOR

...view details