দিল্লি, 4 সেপ্টেম্বর : দ্বিতীয় বারের জন্য আজ ফের JEE এবং NEET স্থগিতের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ এবার JEE, NEET নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার সঙ্গে ছাত্র-ছাত্রীদের সুরক্ষার কথা উল্লেখ করে পরীক্ষা স্থগিতের আর্জি জানিয়েছিল ছয় অ-BJP শাসিত রাজ্য ৷
বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ জানায়, "এই আবেদনের কোনও যৌক্তিকতা নেই ৷ আবেদনে এমন কোনও বিষয় নেই যা আমাদের আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করায় ৷"
এর আগে 17 অগাস্ট JEE, NEET নিয়ে সুপ্রিম কোর্ট একই আবেদন খারিজ করেছিল ৷ তবে সেই আবেদন করেছিল 11টি রাজ্য থেকে 11 জন পড়ুয়া ৷ এই ঘটনার পর ফের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে ৷ তবে এই বার সেই আবেদন করেছিল ছয় অ-BJP রাজ্যের সরকার ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় ৷
এই ছয় রাজ্য দাবি জানায়, সুপ্রিম কোর্টের রায় ছাত্র-ছাত্রীদের "জীবনের অধিকার" সুনিশ্চিত করতে ব্যর্থ ৷ কোরোনা পরিস্থিতিতে পরীক্ষার "যৌক্তিক অসুবিধা"-র কথা উপেক্ষা করা হয়েছে ৷ এরপরই রাজ্যগুলির তরফে পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানানো হয় ৷ পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে রাজ্যগুলির তরফে বলা হয়, "এমন একটি পদ্ধতি নেওয়া হোক, যার মাধ্যমে দুটো উদ্দেশ্য সিদ্ধি হবে ৷ শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ নষ্ট হবে না এবং তাদের স্বাস্থ্য ও সুরক্ষার সঙ্গে কোনও আপসও করতে হবে না ৷"