পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Live Updates : কাল মহারাষ্ট্রে আস্থা ভোট, নির্দেশ সুপ্রিম কোর্টের - Supreme Cour on Maharashtra Government Formation

court
সুপ্রিম কোর্ট

By

Published : Nov 26, 2019, 10:23 AM IST

Updated : Nov 26, 2019, 11:57 AM IST

11:07 November 26

দিল্লি , 26 নভেম্বর : আগামীকাল মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ তিন বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ রবিবার কেন্দ্রীয় সরকার , মহারাষ্ট্র সরকার , দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ারকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত । গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে সরকার গড়ার আমন্ত্রণ জানিয়ে মহারাষ্ট্রের রাজ্যপালের চিঠি আদালতে পেশ করেন সলিসিটর জেনেরাল তুষার মেহতা । তারপর আজ রায় দিল সুপ্রিম কোর্ট ৷

সুপ্রিম কোর্টের রায়ের পর NCP নেতা নবাব মালিক বলেন , "শীর্ষ আদালতের আজকের রায় ভারতীয় গণতন্ত্রের মাইলস্টোন । কাল বিকেল 5 টার মধ্যে BJP-র সব খেলা শেষ হয়ে যাবে । কিছুদিনের মধ্যেই মহারাষ্ট্রে NCP-শিবসেনা-কংগ্রেস জোটের সরকার গঠিত হবে । "

10:55 November 26

আস্থা ভোট তত্ত্বাবধানের জন্য আগামীকাল বিকেল 5টার মধ্যে প্রোটেম স্পিকার নিয়োগের নির্দেশ । প্রোটেম স্পিকার নিয়োগের পর হবে আস্থা ভোট ।

10:44 November 26

আগামীকাল বিকেল 5টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ । খোলা ব্যালটে হবে আস্থা ভোট ।

10:40 November 26

শীর্ষ আদালতে মহারাষ্ট্রের সরকার গঠন মামলা। আগামীকাল আস্থা ভোটের নির্দেশ দিল তিন বিচারপতির বেঞ্চের ।

10:34 November 26

আর কিছুক্ষণের মধ্যেই মহারাষ্ট্রের সরকার গঠনের মামলার রায় দেবে শীর্ষ আদালত ।

09:49 November 26

 আজ এই মহারাষ্ট্রে সরকার গঠন মামলায় রায় দেবে শীর্ষ আদালত  ।

Last Updated : Nov 26, 2019, 11:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details